গাভাস্কারের সাফ কথা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ২২:৫২ পিএম
ভারতের এশিয়া কাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। ডাক পাননি আরেক স্পিনার যুজবেন্দ্র চাহালও। কিন্তু ওয়ানডে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না সূর্যকুমার যাদবের। তারপরও ১৭ জনের দলে রয়েছেন তিনি। ডাক পেয়েছেন তিলক ভার্মাও। যার কি না আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেকই হয়নি।
ব্যাপারটা অনেকে মেনে নিতে পারছেন না। শোনা যাচ্ছে, এই দল নিয়েই বিশ্বকাপ খেলবে ভারত। তাই এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ক্রিকেটার বাছাই প্রক্রিয়া নিয়ে অনেকেই অজিত আগারকারের অধীনে থাকা ভারতীয় নির্বাচক প্যানেলের সমালোচনা করে যাচ্ছেন।
ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার দল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলাটা মোটেই পছন্দ করছেন না। এ ক্রিকেট লিজেন্ডের সাফ কথা- ‘দল পছন্দ হলে খেলা দেখবেন। না হলে খেলা দেখবেন না। তবুও বিতর্ক সৃষ্টি করবেন না।’
ভারতের সাবেক ওপেনার সুনীল গাভাস্কার নিন্দুকদের একহাত নিয়ে বলেন, ‘দল বাছাই করা হয়ে গেছে। তাই (রবিচন্দ্রন) অশ্বিনের কথা বলবেন না। বিতর্ক সৃষ্টি করবেন না। এটা এখন আমাদের দল। আপনি যদি এটা পছন্দ না করেন, তবে ম্যাচগুলো দেখবেন না। তবে এটা বলা বন্ধ করুন যে, তাকে বাছাই করা উচিত ছিল বা অন্য কারোর সেখানে থাকা উচিত, এটি একটি ভুল মানসিকতা।’