প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ২০:৫১ পিএম
বিশ্বাস কি সত্যি হারিয়ে ফেলতে বসেছিল আল নাসর সমর্থকরা? আরব কাপ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর ধুঁকছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। প্রো লিগে টানা দুই ম্যাচ হেরে মৌসুমে শুরুটাও হয়েছে বাজে। মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে নিশ্চিতের ম্যাচেও শঙ্কা দেখা দিয়েছিল। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা দলটির ত্রাতা হয়েছিলেন তালিসকা। শেষ ৯ মিনিটের ঝড়ে আল শাবাব আহলিকে হারিয়ে আল নাসর এফসি চ্যাম্পিয়নস লিগে কেটেছে পরের ধাপের টিকিট।
আর ও পড়ুন - বিশ্বকাপে ফিরতে চান স্মিথ
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৮ বর্ষী রোনালদো লেখেন, ‘কঠিন ম্যাচ। কিন্তু গুরুত্বপূর্ণ জয়ে এশিয়ান চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য বাছাই পর্ব পেরিয়েছি। শেষ পর্যন্ত বিশ্বাস রাখবেন। কখনোই হাল ছাড়বেন না! ভালোবাসা আল নাসর।’
রিয়াদের কেএসইউ স্টেডিয়ামে প্লেঅফের খেলায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়েছে আল নাসর। জোড়া গোল করেছেন তালিসকা। স্কোর না করলেও একটি অ্যাসিস্ট করেছেন রোনালদো। বল দখল, গোলে শট কিংবা আক্রমণের পসরা সাজিয়ে বসা ম্যাচে শুরুর থেকেই সফরকারীদের ওপর ছড়ি ঘুরিয়েছে আল নাসর। ১১ মিনিটে তালিসকার গোলে এগিয়েও যায়। যদিও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেননি রোনালদোরা। ১৮ মিনিটে শাবাবকে সমতায় ফেরান আল ঘাসানি।
প্রথমার্ধ সমতায় শেষ হলেও বিরতি থেকে ফিরেই ঘাসানির দ্বিতীয় গোলে এগিয়ে যায় শাবাব। ৮৮ মিনিটে সমতায় ফেরার পর যোগ করা সময়ে আরও দুই গোল করে পিছিয়ে পড়া নাসর। প্লেঅফ রাউন্ডও উতরে যায় আরব কাপ চ্যাম্পিয়নরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে রাজত্ব করে আসা ক্রিশ্চিয়ানো রোনালদো এশিয়ার চ্যাম্পিয়নস লিগে অভিষেক স্মরণীয় করতে পারেননি। অবশ্য গোল না পেলেও উয়েফার আসরটির শীর্ষ স্কোরার সতীর্থকে গোল করতে সহায়তা করেছেন।