প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৯:৫৩ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ২০:১৫ পিএম
প্রথম ওয়ানডেটা মোটেই পয়া ছিল না আফগানিস্তানের জন্য। নইলে কি আর এমন বাজে ব্যাটিং করে কোনো দল! পাকিস্তানের পেস ঝড়ে মাত্র ৫৯ রানে গুটিয়ে গিয়ে লজ্জায় ডুবেছিল আফগানরা। প্রতিপক্ষকে ২০১ রানে আটকে রেখেও লাভ হয়নি। হার মানতে হয় ১৪২ রানের বড় ব্যবধানে।
আরও পড়ুন - বাংলাদেশ সফরে কোচ রনকি
ভেন্যু সেই একই। হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু পাকিস্তান আজ দেখল আফগানদের ব্যাটিংয়ের রুদ্র মূর্তি। শুরুতে মনে হয়েছিল বিনা উইকেটেই ইনিংস শেষ করবে রশিদ খানরা। কিন্তু সেটা অবশ্য হতে দেননি শাহিন শাহ আফ্রিদিরা। তবে রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ২২৭ রানের (২৪১ বলে) দুরন্ত ওপেনিং জুটিতে ৫ উইকেট হারিয়েই ৩০০ রানের পুঁজি সংগ্রহ করে ফেলেছে আফগানরা।
ব্যাট হাতে নেমেই গুরবাজ বিধ্বংসী রূপ দেখাতে থাকেন। ঝলকটা ধরে রেখে খেললেন ক্যারিয়ারসেরা ১৫১ রানের দুর্বার এক ইনিংস। ১৫১ রানের ইনিংসটা সাজান তিনি ১৪ বাউন্ডারি ও ৩ ছক্কায়। তার ওপেনিং পার্টনার ইব্রাহিম জাদরান সাজঘরে ফেরেন ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। মোহাম্মদ নবি এনে দেন ২৯ রান।
শাহিন শাহ আফ্রিদি নেন দুটি উইকেট। একটি করে উইকেট পান নাসিম শাহ ও উসামা মির।