প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৭:১৫ পিএম
নতুন মৌসুম শুরু হতে না হতেই একের পর এক দুঃসংবাদ পেয়েই যাচ্ছে বার্সেলোনা। ডিফেন্ডার রোনাল্ড আরাউহো চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন নিদেনপক্ষে এক মাসের জন্য। এবার দলটির তারকা মিডফিল্ডার পেদ্রি গনজালেসও চোট পেয়ে চলে গেলেন মাঠের বাইরে। তারও মাঠে ফিরতে সময় লাগবে অন্তত ৪ থেকে ৫ সপ্তাহ।
আরাউহো চোট পেয়েছিলেন মৌসুমের শুরুর ম্যাচে। দ্বিতীয় ম্যাচে তাকে ছাড়াই খেলতে হয়েছে বার্সেলোনাকে। তবে কাদিজের বিপক্ষে সেই ম্যাচে বার্সেলোনাকে জয় এনে দিয়েছিলেন পেদ্রি। সেই পেদ্রিকেই এবার খোয়াল কোচ জাভি হারনান্দেজের দল।
আজ অনুশীলনে ডান উরুতে চোট পান তিনি। ক্লাবের বিবৃতিতে জানা যায়, তার এই চোটের কারণে মাঠের বাইরে থাকতে হবে তাকে। চোট সেরে কবে ফিরবেন, তা এখনো জানা যায়নি।
চিকিৎসা শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। পরীক্ষার পরই জানা যাবে কয় দিন পর তাকে পাবে কাতালানরা। তবে চোটের প্রকৃতি বলছে, কম করে হলেও তাকে এক মাসের জন্য খোয়াচ্ছে বার্সেলোনা।