প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৬:৪৮ পিএম
সিরিজ বাঁচাতে পাকিস্তানকে এ ম্যাচে হারাতেই হবে আফগানিস্তানকে। এমন সমীকরণে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে সাবধানী শুরু করেছে আফগানদের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১৪ ওভার শেষে স্কোরবোর্ডে ৬৪ রান জমা করেছে হাসমতউল্লাহ শহীদীর দল।
হাম্বানটুটায় এদিন আগের ম্যাচ ভুল শুধরে শুরু থেকেই সাবধানী মেজাজে ব্যাট চালিয়েছে দুই ওপেনার। পাকিস্তানের পেস আক্রমণ সামলে রান তোলেছে দেখেশোনে।
এর আগে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে আফগানদের ২০২ রানের টার্গেট ছুড়ে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ইমাম। এরপর অবশ্য বল হাতে দলকে সাফল্য এনে দেন পাকিস্তানের তিন পেসার হারিস রউফ, শাহিন আফ্রিদি ও নাসিম শাহ। রউফের শিকার পাঁচ উইকেট। তাদের দিনে আফগানরা গুটিয়ে যায় মাত্র ৫৯ রানে। ১৪২ রানের জয়ে ১-০ তে সিরিজে লিড নেয় পাকিস্তান।