× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে ভারতকে হোম সুবিধা দেবে না আইসিসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১২:০৩ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৭:৪০ পিএম

বিশ্বকাপে ভারতকে হোম সুবিধা দেবে না আইসিসি

সবশেষ তিনটি বিশ্বকাপের দিকে তাকালে দেখা যায়, প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে আয়োজক দেশ। ২০১১ সালে ভারত, ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও সবশেষ ২০১৯ সালে ইংল্যান্ড। যা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির ওপর চাপ বাড়াচ্ছে। অনেকের ধারণা বিশ্বকাপের মতো বড় মঞ্চে হোম সুবিধা পেয়ে থাকেন আয়োজক দেশগুলো। সেটি রুখতে এবার বেশ আগেভাগেই মাঠে নেমেছে আইসিসি। আসন্ন বিশ্বকাপের আয়োজক ভারত যাতে হোম সুবিধা না পায় তার জন্য ১০টি ভেন্যুর কিউরেটরদের নিয়ে মিটিং করেছে আইসিসিপ্রধান কিউরেটর অ্যান্ডি অ্যাটকিনসন।

বুধবার ভেন্যু কিউরেটরদের নিয়ে মুম্বাইয়ে মিটিং সেরেছে আইসিসি প্রধান কিউরেটর। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফের দেওয়া সূত্রের তথ্য অনুযায়ী, মিটিংয়ে ‘আইসিসিরপ্রধান কিউরেটর বলেছেন, কিউরেটরদের চেষ্টা করা উচিত এবং নিশ্চিত করা উচিত যে তারা পিচ প্রস্তুতির ক্ষেত্রে হোম টিমের দ্বারা চাপের মধ্যে পড়বে না। তাদের ফোকাস হওয়া উচিত এমন একটি উইকেট প্রস্তুত করা যা যতটা সম্ভব স্পোর্টিং হবে। যেটি এমন কিছু নয় যা হোম সাইডের পক্ষে যাবে।’

আগামী ৮ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। সেই ম্যাচটির দিকে বাড়তি নজর থাকবে আইসিসির। দেখা হবে পিচ কিউরেটররা উইকেট প্রস্তুত করার সময় কোনো ধরনের চাপ অনুভব করছেন কি না। অ্যাটকিনসনের এ বিষয়ে কিউরেটরদের পরামর্শ দিয়েছেন, যাতে সারফেসগুলো যতটা সম্ভব প্রতিযোগিতামূলক করা যায়। তবে তিনি এটা মানছেন, ‘উইকেট আলাদা হবে কারণ মাটির প্রকৃতি সব জায়গায় এক নয়। এরপরও তার চাওয়া ট্র্যাকগুলো যেন ম্যাচ শেষ পর্যন্ত নিয়ে যায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা