প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ০৮:১৬ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১১:২৬ এএম
এশিয়া কাপে যাওয়ার সুখবর পেলেন পেসার তাসকিন আহমেদ। তৃতীয়বারের মতো বাবা হয়েছেন এই পেসার। এবার কন্যাসন্তান হয়েছে তার। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) মধ্যরাতে কন্যাসন্তানের বাবা হন তাসকিন। মেয়ে ও মা দুজনই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্যোজাত কন্যাসন্তানের জন্য দোয়া চান তাসকিন। সেখানে তিনি লিখেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহতায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’