× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএফসি কাপ

মোহনবাগানের কাছে হেরে প্লে অফ থেকেই বিদায় আবাহনীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ২১:২৭ পিএম

মোহনবাগানের কাছে হেরে প্লে অফ থেকেই বিদায় আবাহনীর

এএফসি কাপের গ্রুপ পর্বের টিকিট ছিনিয়ে নেওয়ার সুযোগ ছিল। আবাহনী লিমিটেড চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। কিন্তু ভাগ্য সহায় হয়নি ধানমন্ডির ক্লাবটির। সুযোগটাও কাজে লাগাতে পারেনি। আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের গ্রুপ পর্বে ঠিকই নাম লিখেছে স্বাগতিক মোহনবাগান।

এএফসি কাপের দক্ষিণ এশিয়া জোনের প্লে অফের ম্যাচে মোহনবাগানের বিপক্ষে শুরুতেই এগিয়ে গিয়েছিল আবাহনী লিমিটেড। কর্নেলিয়াস স্টুওয়ার্ট লিড এনে দিয়েছিলেন ধানমন্ডির ক্লাবটিকে। ম্যাচের ১৭তম মিনিটে স্বাগতিক মোহনবাগানের জাল কাঁপিয়ে দিয়েছিলেন সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাইডার আক্রমণভাগের এ তারকা ফুটবলার।

কিন্তু আবাহনী তাদের লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। প্রথমার্ধেই সমতায় ফেরে মোহনবাগান। ডি বক্সের মধ্যে প্রতিপক্ষের এক ফুটবলারকে ফেলে দেয় আবাহনী। এ কারণে পেনাল্টি পেয়ে যায় ভারতীয় দলটি। সুযোগটি কাজে লাগিয়ে ৩৭তম মিনিটে মোহনবাগানকে সমতায় ফেরান জেসন কামিংস।

সল্ট লেক স্টেডিয়ামে ম্যাচের বয়সটি এক ঘণ্টা পূর্ণ হওয়ার দুই মিনিট আগে মারাত্মক ভুল করে বসে আবাহনী। বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মিলাদ শেখ সোলেইমানি। দুই মিনিট পর গোল ব্যবধান ৩-১ এ নিয়ে যান মোহনবাগানের আর্মান্ডো সাডিকু।

এর আগে ১৬ আগস্ট প্রিলিমিনারি রাউন্ড টুতে জয়ের হাসি হাসে আবাহনী। ঘরের মাঠে মালদ্বীপের ক্লাব ঈগলসকে ২-১ গোলে হারিয়ে প্লে-অফে জায়গা করে নেয় কোচ মারিও লেমোসের শিষ্যরা। সিলেটে করা উৎসব আজ কলকাতায়ও করতে চেয়েছিল আবাহনী। অতিথিদের সেই চাওয়াটা শেষ পর্যন্ত পূরণ হলো না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা