× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যালেসের মাঠে ১০ জনের আর্সেনালের জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১২:০৯ পিএম

প্যালেসের মাঠে ১০ জনের আর্সেনালের জয়

বল দখল, গোলে শট কিংবা আক্রমণ— সেলহার্স্ট পার্কে আর্সেনালকে চড়াও হতে দেয়নি ক্রিস্টাল প্যালেস। ঘরের মাঠে গানার্সদের সমানে সমান লড়ল, সফরকারীদের ১০ জনের দলের বিপক্ষে দাপটও দেখাল। কিন্তু জয় পেল না প্যালেস। প্রিমিয়ার লিগে আগের মৌসুমের মত এবারও দাপুটে শুরু পেল মিকেল আর্তেতার দল। লিগে জয় পেল টানা দুই ম্যাচে।

প্যালেসের মাঠে আর্সেনাল জিতেছে ১-০ গোলে। একমাত্র গোলটি এসেছে মার্টিন ওডেগার্ডের পা থেকে। স্বাগতিকদের গোলরক্ষক ফাউল করলে পেনাল্টি পায় গানার্সরা। ভুল করেননি ওডেগার্ড। ওই এক গোলেই পরে নির্ধারণ হয়েছে জয় পরাজয়।

ঘরের মাঠে ৪৬ শতাংশ বল দখলে রেখেছিল প্যালেস। ১৬টি শটের ২টি লক্ষ্যেও রেখেছিল। একজন কমে আসা প্রতিপক্ষের ‍উপর আক্রমণের পসরাও সাজিয়ে বসেছিল। কিন্তু আর্সেনালের রক্ষণ ভেদ করে জালে বল জড়াতে পারেনি। বিপরীতে ১৭টি শটের তিনটি গোলমেুখে রেখেছিল গানার্সরা। সুযোগ তৈরি করলেও ফিনিশিংটা ভালো হয়নি আর্তেতার শিষ্যদের। 

সেলহার্স্ট পার্কে প্রথম আধঘণ্টায় দুই দল সেরা কিছু সুযোগ পেয়েছিল। আর্সেনালের এডি এনকেতিয়া ২৯তম মিনিটে পোস্টে আঘাত করেন। ৩৬তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন। ডেকলান রাইসের বাড়ানো বল তুলে দিয়েছিলেন ক্রসবারের ওপর দিয়ে। দ্বিতীয়ার্ধে এনকেতিয়ারকে ফেলে দেন প্যালেসের গোলরক্ষক স্যাম জনস্টন। পেনাল্টির বাঁশি বাজে। ৬৭ মিনিটে টমিয়াসু দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার আগে ওডেগার্ডের পেনাল্টি থেকে আনা গোলই নির্ধারণ করে আর্সেনালের জয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা