প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৩:৩১ পিএম
লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে কাদিজের বিপক্ষে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-১ গোলে ধরাশায়ী হয়েছে চেলসি।
লা লিগায় আগের ম্যাচ ড্র’য়ের পর দ্বিতীয় ম্যাচে ছন্দময় ফুটবল খেলতে দেখা গেছে জাভি হার্নান্দেজের শিষ্যদের। আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকার পরও যদিও প্রথমার্ধে গোল বঞ্চিত থাকতে হয়েছে বার্সাকে। দ্বিতীয়ার্ধেও বার্সার আক্রমণ সামলে দক্ষতার পরিচয় দিচ্ছিল কাদিজের রক্ষণ। যদিও শেষ পর্যন্ত বার্সাকে গোল বঞ্চিত রাখতে পারেনি তারা। সদ্য বার্সায় নাম লেখানো ইলকায় গুন্দোগানের বাড়ানো বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন পেদ্রি।
এরপর ইনজুরি সময়ে রবার্ট লেভান্ডোভস্কির বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তরেস। তাতেই নিশ্চিত হয় ২-০ গোলের জয়।
এদিকে একই রাতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নেমেছিল চেলসি। তবে গত মৌসুমে হারের ভুত এ মৌসুমেও পিছু তাদের। ম্যাচের ৭ মিনিটেই পিছিয়ে পড়ে চেলসি। এরপর অবশ্য সমতায় ফেরে দলটি। বিরতিতে যাওয়ার আগে পেনাল্টিও পায় তারা। তবে সেটি কাজে লাগাতে পারেনি গত মৌসুমে রেকর্ড টাকায় চেলসিতে আসা এনজো ফার্নান্দেজ।
দ্বিতীয়ার্ধে ফের লিড নেয় ওয়েস্ট হ্যাম। এরপর ৬৭ মিনিটে দ্বিতীয় দফায় হলুদ কার্ড দেখেন নাইফ অ্যাগুয়ের্ড। ১০ জনের দলে পরিণত হয় ওয়েস্ট হ্যাম। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ব্লুজরা। উল্টো অতিরিক্ত যোগ করা সময়ে আরেক গোল হজম করেছে নিজেদের ভুলে। পেনাল্টিতে গোল করে দলকে ৩-১ গোলের জয় এনে দেন লুকাস পিকুয়েটা।