প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১১:৪৪ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১১:৪৯ এএম
আসর শুরুর ১০০ দিন আগে ভারত বিশ্বকাপের সূচি প্রকাশ করে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। এরপর সেই সূচিতে দেখা দেয় বেশকিছু জটিলতা। দেশটির ধর্মীয় উৎসব নবরাত্রি উপলক্ষে ভারত-পাকিস্তান ম্যাচে দেখা দেয় নিরাপত্তা শঙ্কা। একই কারণে নভেম্বরের কালীপূজা থাকায় সূচিতে পরিবর্তন আনতে বলে কলকাতা। যার প্রভাব পড়ে বিশ্বকাপের ৯টি ম্যাচে। জটিলতা কমেনি এর পরও। টানা ম্যাচ থাকায় পাকিস্তান ম্যাচে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হায়দরাবাদ; যা নিয়ে তৈরি হয়েছে নতুন সমস্যা। এ পরিস্থিতিতে বিসিসিআইকে খোঁচা দিতে ছাড়েননি পিসিবিপ্রধান নাজাম শেঠি।
কদিন আগে এশিয়া কাপের মতো বিশ্বকাপেও হাইব্রিড মডেল নিয়ে বেশ সোচ্চার ছিল পাকিস্তান। তাদের দাবি ছিল, ভারত পাকিস্তানে এশিয়া কাপ না খেললে তারাও ভারত বিশ্বকাপে দল পাঠাবে না। নিরাপত্তা শঙ্কা তাদেরও আছে। কাজেই বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো যেন ভারতের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়। আগের সেই ঘটনা টেনেই এবার বিসিসিআইকে নিয়ে উপহাস করেছেন শেঠি।
টুইটে শেঠি লেখেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের যে পরামর্শ আমি দিয়েছিলাম, বিসিসিআইয়ের তা গ্রহণ করা উচিত ছিল। তারা এখন কদিন পরপর সূচিতে সমন্বয় করতে গিয়ে এলোমেলো করে ফেলছে।’