'বিকল্প’ ক্রিকেটারদের ক্যাম্প শুরু
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ২৩:৪৭ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২৩:৫৮ পিএম
মিরপুরে শুরু হয়েছে ‘বিকল্প’ ক্রিকেটারদের অনুশীলন। আজ থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। কথা ছিল ‘বিকল্প’ ক্রিকেটারদের অনুশীলনে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই তালিকায় থাকা খালেদ আহমেদ অনুশীলন করেন মূল দলের সঙ্গে।
আরও পড়ুন : স্টোকস ফিরেছেন নিজের ইচ্ছায়
৮ ক্রিকেটারের মধ্যে ৬ জন ছিলেন ‘বিকল্প’ ক্রিকেটারদের এই অনুশীলনে। যেসব ক্রিকেটার ছিলেন তারা হলেন তামিম ইকবাল, সৌম্য সরকার, জাকির হাসান, সাইফ হাসান, তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত। এই ক্যাম্পের প্রথম দিন ছিলেন পেসার তানজিম হাসান সাকিবও।
‘বিকল্প’ ক্রিকেটারদের এই ক্যাম্পে নাম ছিল পেসার খালেদ আহমেদের। তবে তাকে দুপুর ২টায় শুরু হওয়া ‘বিকল্প’ ক্রিকেটারদের অনুশীলনে দেখা যায়নি। সকালে মূল দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। তবে সবাইকে অবাক করেছে মাহমুদউল্লাহ রিয়াদের না থাকা।
মিরপুরে উপস্থিত সব ক্যামেরা তামিমের পাশাপাশি খুঁজে বেড়াচ্ছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে পুরো অনুশীলনে তাকে একটিবারের জন্য দেখা যায়নি। গত ১১ আগস্ট সর্বশেষ তাকে মিরপুরে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়। এশিয়া কাপে সুযোগ না পাওয়া রিয়াদকে রাখা হয়েছে ‘বিকল্প’ তালিকায়।
টুর্নামেন্ট চলাকালে কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে তাদের বিকল্প হিসেবে এই ক্যাম্পে থাকা ক্রিকেটারদের ডাক দেওয়া হবে। ঘরোয়া ক্রিকেটের কোনো টুর্নামেন্ট না থাকায় ক্রিকেটারদের প্রস্তুত রাখতে আয়োজন করা হয়েছে এই ক্যাম্পের।
এই নিয়ে শনিবার নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘৩০-৩২ জনের একটা পুল তো আছেই, সবাই যেন অনুশীলনে থাকে, যখন যাকে দরকার হয়, যদি কেউ দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়ে, যেটা খেলারই অংশ। তাহলে যেন সবাইকে সুস্থ অবস্থায় পাওয়া যায়। যেহেতু আমাদের এখন কোনো ঘরোয়া ক্রিকেট নেই, কেউ ক্রিকেট খেলছে না। এই সময় সবাইকে অনুশীলনে রাখাটা গুরুত্বপুর্ণ।’