প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৪:০১ পিএম
লা লিগায় আলমেরিয়াকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। শুরুতে পিছিয়ে পড়া ম্যাচে জোড়া গোল করাসহ একটি গোল সতীর্থদের দিয়ে করিয়ে ম্যাচের নায়ক সদ্য রিয়ালে নাম লেখানো ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার।
সদ্যই বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে রিয়ালের জার্সি গায়ে জড়িয়েছেন বেলিংহ্যাম। অথচ কতো সুন্দর মানিয়ে নিয়েছেন লস ব্লাঙ্কোসদের সঙ্গে। বুঝতেই দিচ্ছেন না করিম বেনজেমার অভাব। গত ম্যাচে অভিষেক ম্যাচেই গোল পেয়েছিলেন। এবার দ্বিতীয় ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়া ম্যাচে আদায় করে নিলেন জোড়া গোল। তার গোলে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর পর প্রতিপক্ষের জালে তিনবার বল ঢুকিয়েছে রিয়াল। রিয়ালের শেষ গোলেও ছিল বেলিংহ্যামের ছুঁয়া। দারুণভাবে বল বাড়িয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়রের দিকে। সুযোগ লুফে নিয়ে ব্যবধান বাড়াতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ঘুরে দাঁড়িয়ে দলকে জয় এনে দিয়ে ম্যাচ শেষে বেলিংহ্যাম বলেন, ‘রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর ডিএনএ একদম আসল। ছোটবেলা থেকে টিভিতে দেখতে দেখতেই আমি এর সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছি। এরকম অনেকবার মনে হয়েছে, রিয়াল এবার নিশ্চিত পারবে না। কিন্তু তারা পেরেছে। এখন আমি নিজেই এখানে এসে বুঝে গিয়েছি, কোনো পরিস্থিতিতেই রিয়াল আতঙ্কিত হয় না। এই তো আজ (কাল) আমরা যেমন ঘুরে দাঁড়ালাম।’
একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে টটেনহ্যাম। ম্যাচের ৪৯ মিনিটে পাপে মাতার সারের গোলে ম্যাচে লিড নেয় টটেনহ্যাম। এই গোল তো শুধ দিতেই পারেনি রেড ডেভিলরা। উল্টো ম্যাচের ৮৩ মিনিটে নিজেদের ভুলে বল জাড়িয়ে প্রতিপক্ষকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ করে দিয়েছে লিসান্দো মার্তিনেজ।