× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেবব্রতর পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১৭:৩৮ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১৭:৫৫ পিএম

দেবব্রতর পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

শুক্রবার (১১ আগস্ট) প্রধান বিরোধী দল বিএনপির একটি সমাবেশে অংশ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারি আম্পায়ার দেবব্রত পাল। এ ঘটনার তিন দিন পর সোমবার (১৪ আগস্ট) বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। দেবব্রতের এ ঘটনা বেশ সারা ফেলেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বার্তা সংস্থা এএফপিসহ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া বেশ গুরুত্বসহকারে ছেপেছে খবরটি।

দেবব্রতর ঘনিষ্ঠরা বলছেন, সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার ফলে প্রভাবশালী বোর্ডের অন্যান্য কর্মকর্তার সমালোচনার মুখে পড়েন তিনি। বিষয়টি নিয়ে মেসেজিং গ্রুপেও তাকে নিন্দা জানিয়েছেন বিসিবি পরিচালকরা। বিষয়টি নিয়ে এএফপিকে দেবব্রত পাল বলেন, ‘পরিস্থিতিটি আমার জন্য অস্বস্তিকর বলে মনে করেছি, তাই আমি পদত্যাগ করেছি।’

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় বিসিবি তাকে পদত্যাগ করতে কোনো ধরনের চাপ প্রয়োগ করেছে কি না, সেটি জানতে চাওয়া হলে আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেন, ‘তার পদত্যাগে আমরাও হতবাক। আমরা তার ওপর কোনো চাপ দিইনি।’

বিশ্ব ক্রিকেট খেলোয়াড়দের সংগঠন ফিকা-তে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দেবব্রত পাল, ২০০৬ সাল থেকে স্থানীয় লিগে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছিলেন। এ পর্যন্ত ১৩৪টি ঘরোয়া ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। বিসিবির বেতনভুক্ত ম্যাচ রেফারি ছিলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা