× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসর ভেঙে ফিরছেন স্টোকস!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৬:৪১ পিএম

স্টোকসকে ফোন করবেন ইংলিশদের ওয়ানডে অধিনায়ক— টুইটার

স্টোকসকে ফোন করবেন ইংলিশদের ওয়ানডে অধিনায়ক— টুইটার

অ্যাশেজের শেষ টেস্টের আগে বেন স্টোকসকে যখন বলা হয়েছিল, ‘বাটলার যদি ফোন দেয়, মঈন আলীর মত ফিরবেন?’ সোজাসাপ্টা উত্তর দিয়েছিলেন ইংল্যান্ডের সাদা পোশাকের অধিনায়ক। বিশ্বকাপের মাসদুয়েক আগে আবারও সেই বহুল আলোচনার জিজ্ঞাসাটি শুনতে পারেন বিগ বেন। ইংলিশদের কোচ ম্যাথু মট জানিয়েছেন, ওয়ানডে অধিনায়ক জশ বাটলার দ্রুত স্টোকসের সঙ্গে নাকি কথাও বলবেন।

ওয়ানডে ফরম্যাট থেকে স্টোকস অনেকটা হুট করেই নিয়েছেন অবসর। তবে বিশ্বকাপ সামনে রেখে আবারও পঞ্চাশ ওভারের খেলায় তিনি ফিরতে পারেন বলে কথা চলছিল। সেই কথার পালে হাওয়া জুড়েছেন ইংলিশদের সাদা বলের ফরম্যাটের কোচ ম্যাথু মট। বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দল দিতে পারে মঙ্গলবার, এরআগে স্টোকসকে কল করবেন বাটলার।

ইংলিশদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচ মট বলেছেন, ‘জশ বিষয়টি নিয়ে সম্ভবত কথা বলবেন, কিন্তু বেন খানিকটা একরোখা। যা বলার বলে দিয়েছেন। তারপরও আমরা তাকিয়ে আছি যদি সে ফিরতে চান। বেন কি করবেন তা কোনো কিছু এখনও নিশ্চিত না। তবে আমরা এখনও আশাবাদী বিশ্বকাপে ও ফিরবেন।’

‘আমরা এখনও আশাবাদী বিশ্বকাপে স্টোকস ফিরবেন’

মাসখানেক আগে অ্যাশেজে স্টোকসের অনুরোধে অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন মঈন। বাটলার যদি ওয়ানডে বিশ্বকাপ খেলতে ডাকে তাহলে কি আসবেন? দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভোগা স্টোকস অ্যাশেজের শেষ টেস্টের আগে মজা করে বলেছিলেন, ‘নিজেকে নিশ্চয়ই নিজে ফোন করতে পারি না!’ 

অবসরের ঘোষণা দেওয়ার আগে ওয়ানডেতে স্টোকস ইংল্যান্ডের হয়ে খেলেছে ১০৫টি ওয়ানডে। ৩৮.৯৮ গড়ে করেছেন ২৯২৪ রান। তিনটি সেঞ্চুরির পাশাপাশি আছে ২১টি ফিফটি। বল হাতেও কার্যকর ছিলেন স্টোকস। ৪২.৩৯ গড়ে বোলিংয়ে নিয়েছেন ৭৪ উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা