× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেটারদের ট্রফি ছোঁয়ার দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৩:১০ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ২২:৫৪ পিএম

ক্রিকেটারদের ট্রফি ছোঁয়ার দিন

মেঘলা দিনে বিশ্বকাপ ট্রফির সোনালি দ্যুতি ছড়িয়ে পড়েছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল সকাল বিশ্বকাপ ট্রফির মিরপুরের মূল মাঠে প্রবেশ মুশফিকুর রহিমের হাত ধরে। এর আগে থেকেই মিরপুরের মূল মাঠে তৈরি করা অস্থায়ী মঞ্চে প্রস্তুত ছিলেন অন্য ক্রিকেটাররা।

আরও পড়ুন : মিয়ামি রেখে আমিরাতের ক্লাবে ইনিয়েস্তা

মুশফিকের পর ক্রিকেটাররা একে একে বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখেন। পাশাপাশি বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার ওই মুহূর্ত করে নেন ফ্রেমবন্দি। ক্রিকেটারদের পর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের সামনে আনা হয় বিশ্বকাপ ট্রফি। সেখানে বিসিবি কর্তা ও ক্রিকেটসংশ্লিষ্ট অন্যদের ছবি তোলার জন্য রাখা হয় বিশ্বকাপ ট্রফি।

ক্রিকেটারদের মধ্যে উচ্ছ্বাসটা ছিল দেখার মতো। নিজের মতো করে সবাই ফ্রেমবন্দি করে নেন বিশ্বকাপ ট্রফি ধরে নেওয়ার ওই মুহূর্তকে। সবাই বেশ মনোযোগ দিয়ে দেখেন বিশ্বকাপ ট্রফি। ওই ফটোসেশনের পর আইসিসির কন্টেন্ট ক্রিয়েটর নানা প্রশ্নের উত্তর দেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও রঙ্গনা হেরাথ। সেখানে মুশফিক জানান, অভিজ্ঞতা এগিয়ে রাখবে বাংলাদেশ দলকে। তাসকিন আহমেদ বিশ্বাস রাখছেন দলের ওপর, ‘টিম ওয়ার্ক, মাঠে সর্বোচ্চ নিবেদনে এবার ভিন্ন কিছুই হতে পারে।’

ক্রিকেটারদের ফটোসেশনের পর ট্রফি আনা হয় মিডিয়া সেন্টারের সামনে। সেখানে সাংবাদিকদের পাশাপাশি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলেন নারী ক্রিকেটাররা। এ ছাড়া সেখানে ছিলেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার আতাহার আলী খান। বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার পর নারী ক্রিকেটারদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আগে কখনও সামনাসামনি দেখার সুযোগ হয়নি। ধন্যবাদ বিসিবি ও আমাদের নারী বিভাগকে, আমাদের এ সুযোগটা দেওয়ার জন্য।’ ট্রফি সামনে থেকে দেখাকে স্বপ্নের মতো বলেন তিনি, ‘অনেক তরুণ খেলোয়াড় ছিল তাদের আসলে স্বপ্নের মতো ছিল বিশ্বকাপ ট্রফিকে সামনে থেকে দেখা।’

বাংলাদেশ দলের কাছে প্রত্যাশার কথা জানিয়ে বলেন, অবশ্যই বলতে হয়, এক্সপেক্টেশন বাংলাদেশের কাছ থেকে আমাদের সবার খেলোয়াড় হিসেবে অনেক বেশি, প্লাস হচ্ছে জনগণেরও অনেক বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় সেরা দলটাই বোধ হয় এবার।’ এদিকে কিছুটা আক্ষেপ ছিল নির্বাচক হাবিবুল বাশার সুমনের কণ্ঠে। তার চাওয়া বিশ্বকাপ জয়ের পর যেন উঁচিয়ে ধরতে পারেন এই বিশ্বকাপ ট্রফি, ‘ট্রফিটা ছুঁতে পেরে খুব ভালো লাগছে, একটা স্বপ্ন তো থাকে। যদি খোলা ট্রফিটা ধরতে পারতাম জেতার পর, তাহলে আরও ভালো লাগবে। একটু রোমাঞ্চ অনুভব করছি।’

বিশ্বকাপে দলের কাছে প্রত্যাশা কী- সেটাও জানিয়ে দেন হাবিবুল বাশার সুমন, ‘আমি এবার শুধু ভালো খেলতে চাই না, ভালো কিছু করতে চাই। ট্রফির কাছাকাছি যেতে চাই। এর আগেও আমরা ভালো খেলেছি বিশ্বকাপে। সেভাবে আশানুরূপ হয়নি ফল। ফলটা চাই অবশ্য (এবার)।’ তিনি আরও যোগ করেন, এই ট্রফির মাধ্যমে শুরু হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এবার বিশ্বকাপ ট্রফিটা ঘরে আনতে পারলেই হয়তো পূর্ণ হবে ষোলোকলা।

বিশ্বকাপ ট্রফি বিশ্বভ্রমণের অংশ হিসেবে আজ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফি উন্মুক্ত থাকবে রাজধানী ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। লাইনে দাঁড়িয়ে নির্ধারিত দূরত্বে দাঁড়িয়ে বিশ্বকাপ ট্রফি দেখতে ও ছবি তুলতে পারবেন সাধারণ মানুষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা