× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে খেলবেন ফাওয়াদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১৮:৪২ পিএম

পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে খেলবেন ফাওয়াদ

সামি আসলাম, হাম্মাদ আজম, সাইফ বদর এবং মোহাম্মদ মোহসিনের পর পাকিস্তান ছেড়ে আরেকটি নাম যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে। ৩৭ এ পা দেওয়া ফাওয়াদ আলম তুলে রাখতে যাচ্ছেন পাকিস্তানের জার্সি। তবে ক্রিকেট ছাড়ছেন না, যুক্তরাষ্ট্রের ক্রিকেটে ক্যারিয়ার শুরু করেছেন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট টি-টোয়েন্টির দল শিকাগো কিংসম্যানে যোগ দিচ্ছেন ফাওয়াদ। বিদেশি খেলোয়াড় কোটায় নয়, দেশি খেলোয়াড় হিসেবেই দলটিতে খেলবেন পাকিস্তানের ফাওয়াদ।

আরও পড়ুন: আজও ঘোষিত হয়নি অধিনায়কের নাম

পাকিস্তানের জার্সিতে ফাওয়াদের ক্যারিয়ার প্রায় ১৫ বছরের। ২০০৭ সালে সাদা বলের ক্রিকেটে অভিষেক হয় তার। ২০০৯ সালে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়েন। কিন্তু কিছুদিন পরেই দলে অনিয়মিত হয়ে পড়েন ফাওয়াদ। পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট, ৩৮ ওয়ানডে, ২৪ টি-টোয়েন্টি খেলেছেন ফাওয়াদ। ঘরোয়া ক্রিকেটে প্রায় ৫৫ গড়ে রান করে যাওয়া ফাওয়াদ শেষবার ফিরেও তাক লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু টিকতে পারেননি পাকিস্তান দলে।

তাই ছেড়ে দিয়ে নতুন শুরু করছেন ফাওয়াদ। মারকাটারি টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে ১২০টি ম্যাচ খেলেছেন ফাওয়াদ। করেছেন ২২৫৮ রান। ৩১ গড়ে ব্যাট করে হাঁকিয়েছেন ১৩টা ফিফটি। বাঁ হাতি স্পিনার হিসেবে এই ফর্ম্যাটে নিয়েছেন ৪৯ উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা