× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাসকিনকে যা বললেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৬:১৯ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ০৯:০৪ এএম

তাসকিনকে যা বললেন প্রধানমন্ত্রী

বছরজুড়ে ভালো করা ক্রীড়াবিদ ও সংস্থাকে পুরস্কৃত করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের নামে দেওয়া ‘শেখ কামাল ক্রীড়া পুরস্কার’ পেয়েছেন তাসকিন আহমেদ। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই পুরস্কার পান। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত তাসকিন জানান, বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে তাসকিন বলেন, ‘প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে, যেটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।’

পুরস্কার দেওয়ার সময় প্রধানমন্ত্রী বিশ্বকাপের জন্য শুভকামনা জানান। তাসকিনের পাশাপাশি দলকেও জানিয়েছেন শুভকামনা। এই নিয়ে তাসকিন আহমেদের ভাষ্য, ‘আসলে জিজ্ঞেস করছিলেন যে সামনে কী কী খেলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে, সবার জন্য শুভকামনা, ভালোমতো খেলো।’

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝে জিম্বাবুয়ে টি-টেন লিগে খেলতে যান তাসকিন। সেখানে বল হাতে দারুণ ছন্দে ছিলেন। ওই আত্মবিশ্বাস জাতীয় দলের জার্সিতে ভালো করতে কাজে লাগবে বলে বিশ্বাসী তিনি, ‘আসলে যেকোনো জায়গায় ভালো পারফর্ম করতে পারলে এটা আত্মবিশ্বাস বাড়ায় এবং আশা করি এটাও কাজে লাগবে। টি-টেন বেশ কঠিন একটা ফরম্যাট ছিল। ইনশাল্লাহ সামনের খেলায় কিছুটা হলেও আমাকে সহায়তা করবে।’

তাসকিন দেশে ফিরলেও অনেক ক্রিকেটারই ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেন তাসকিন, ‘এটা খুবই ইতিবাচক দিক। দলগতভাবে এবং ব্যক্তিগতভাবেও আমরা ভালো করছি। এটা খুব ভালো একটা দিক যে, অনেক আগ্রহ প্রকাশ করছে প্রত্যেকটা লিগ থেকে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা