প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ২১:২৮ পিএম
চলমান নারী ফুটবল বিশ্বকাপে যৌন হয়রানির অভিযোগ উঠেছে আফ্রিকার দল জাম্বিয়ার কোচ ব্রুস মোয়াপির বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ এনে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে অভিযোগ করেছেন দলেরই এক ফুটবলার। যেখানে বলা হয়েছে, এক নারী ফুটবলারের স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছেন তিনি; যা নিয়েই তদন্ত শুরু করেছে ফিফা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে এমনটিই।
আরও পড়ুন - মেসির অটোগ্রাফই কাল হলো ভক্তের
ব্রুসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের বিষয়ে ফিফার এক মুখপাত্র জানান, ‘জাম্বিয়া জাতীয় দল নিয়ে একটি অভিযোগ এসেছে এবং তার তদন্ত করা হচ্ছে। ফিফা যেকোনো অসদাচরণের বিরুদ্ধে খুব কঠোর এবং কেউ যদি এ নিয়ে কোনো অভিযোগ করতে চান, সেটারও সহজ প্রক্রিয়া আছে।’
চলতি নারী বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে জাম্বিয়াকে। প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ৫ গোল হজম করার পর দ্বিতীয় ম্যাচেও স্পেনের বিপক্ষে ৫ গোল হজম করেছে দলটি। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলটি কোস্টারিকাকে হারিয়েছে ৩-১ গোলে।