প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ২০:১৫ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ২০:৫৩ পিএম
মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামার অপেক্ষায় গত মৌসুমের ট্রেবলজয়ী দল ম্যানচেস্টার সিটি। রবিবার (৬ আগস্ট) কমিউনিটি শিল্ডের ম্যাচে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে দলটি। তবে তার আগে কোচ গার্দিওলার শঙ্কা, গত মৌসুমে দলের অপরিহার্য হয়ে ওঠা বার্নার্ডো সিলভা ও কাইল ওয়াকারকে এ মৌসুমে না পাওয়া। তবে তাদের ধরে রাখতে যে কম চেষ্টা করছে না ক্লাব, ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে সেটিই জানিয়েছেন গার্দিওলা।
ক্ষতি পুষিয়ে নিতে অবশ্য আগেভাগেই সিটিও দলে ভিড়িয়েছে নতুন ফুটবলার। ক্রোয়েশিয়ান ডিফেন্ডার জোসকো গারদিওল দলে যোগ দেওয়ার পথেই রয়েছেন। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এই ২২ বছর বয়সি তরুণ ফুটবলারকে বুঝে পেতে আরবি লাইপজিগের সঙ্গে ৭৭ মিলিয়নের চুক্তি সম্পন্ন করবে সিটি। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন গার্দিওলা। বলেন, ‘সে এখানে আছে। তার মেডিকেল পরীক্ষা চলছে। আশা করি, কয়েক ঘণ্টার মধ্যেই চুক্তিটি শেষ করতে পারব।’
এদিকে গারদিওল ফিরলেও ডিফেন্ডার ওয়াকারকে হারানোর পথে সিটি। ৩৩ বছর বয়সি এই অভিজ্ঞ ডিফেন্ডারকে দলে ভিড়াতে আগ্রহী জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। অন্যদিকে পর্তুগাল উইঙ্গাল সিলভাকে দলে যোগ করতে লড়ছে বার্সেলোনা ও সৌদি প্রো লিগের বেশ কিছু ক্লাব। এই অবস্থায় তাদের ধরে রাখা যে বেশ কঠিন, সেটি স্বীকার করে নিয়ে গার্দিওলা বলেন, ‘আমরা তাদের রাখার জন্য সবকিছু করব। এটি গুন্ডোগানের মতো নয়, কারণ তাদের একটি চুক্তি রয়েছে। আমরা চাই তারা থাকুক, কারণ তারা থাকতে চায়। কাইল ও বার্নার্ডোকে হারানো খুব কঠিন হবে আমাদের জন্য।’