প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৮:৪৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৯:১০ পিএম
কাতার বিশ্বকাপে রূপকথার গল্প লিখেছিল মরক্কো। ক্রোয়েশিয়াকে রুখে দিয়েই শান্ত থাকেনি আফ্রিকার দেশটি। বেলজিয়াম, স্পেন ও পর্তুগালকে ধরাশায়ী করে পৌঁছে গিয়েছিল প্রথমবারের মতো সেমিফাইনালে। হাকিম জিয়েখ-আশরাফ হাকিমিদের সেই ইতিহাস গড়ার স্মৃতি আজও অমলিন।
আরও পড়ুন - গ্লাভস তুলে রাখছেন ‘সুপারম্যান’
মরক্কোর পুরুষ ফুটবলারদের সুখস্মৃতি স্মরণ করিয়ে দিয়ে তাদের নারী ফুটবলাররাও গড়ল নতুন কীর্তি। প্রথমবারের মতো নারী বিশ্বকাপ খেলতে এসে অভিষিক্ত মরক্কোর মেয়েরা পৌঁছে গেল নক-আউট পর্বে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে তারা কাটল শেষ ষোল পর্বের টিকিট। মরক্কোর জয়ের নায়ক আনিসা লাহমারি।
জার্মানির পুরুষ ফুটবল টিম অনেক দিন ধরেই নিজেদের হারানো ফর্মটা খুঁজে ফিরছে। মাঠের লড়াইয়ে তাদের সময়টা ভালো কাটছে না। শুধু জার্মান পুরুষরাই নয়। তাদের নারী ফুটবলে চলছে ক্রান্তিকাল। তাই তো খারাপ সময়টা ঝেরে ফেলতে না পারায় নারী ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের বৈতরণীই পেরোতে পারেনি জার্মানির কন্যারা। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বিদায় নিয়েছে বৈশ্বিক এ ফুটবল আসর থেকে।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন চো সো-হুন। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে জার্মানিকে সমতায় ফেরান অ্যালেক্সান্দ্রা পোপ-হোপ।