প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৭:০০ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৭:২০ পিএম
চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে তামিম ইকবাল বলেছিলেন, দেশে ফিরেই বিসিবির সঙ্গে আলোচনায় বসবেন। গত ৩১ জুলাই দেশে ফেরা তামিম কবে বৈঠকে বসবেন, সেটাই জানা যাচ্ছিল না। গুঞ্জন আছে, আজ বৈঠকে বসতে পারে দুই পক্ষ। তবে ঠিক কখন ও কোথায় বৈঠকে বসবেন বা বসেছেন সেই বিষয়ে রাখা হয়েছে কঠোর গোপনীয়তা। বিসিবি থেকে জানানো হয়েছে, বৈঠকের পর করা হবে সংবাদ সম্মেলন। সেটা কোথায় করা হবে, সেটাও জানিয়ে দেওয়া হবে জানানো হয়েছে।
বেশ কয়েক দিন ধরেই ক্রিকেটপাড়ায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কবে ও কখন বৈঠকে বসবেন তামিম ও বিসিবি কর্তারা। সেটি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেনি দুই পক্ষের কেউই। তাই অপেক্ষাটা প্রতিনিয়তই বাড়ছে।
তামিমের সঙ্গে ওই বৈঠকে মূলত আলোচনা হবে তার অধিনায়কত্ব নিয়ে। এ ছাড়াও তামিমের ইনজুরি নিয়েও সেখানে আলোচনা হওয়ার কথা রয়েছে। তামিমের সঙ্গে বিসিবির ওই বৈঠকের পর ঠিক কোথায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্তগুলো জানানো হবে, সেটার অপেক্ষায় মিরপুরে আছেন অসংখ্য সাংবাদিক।
সকাল থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অপেক্ষায় আছেন অসংখ্য সংবাদকর্মী। সবাই অপেক্ষায় আছেন তামিম ও বিসিবির মধ্যকার ওই বৈঠকের সিদ্ধান্ত জানার।