× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন তাসকিন-সাবিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৬:২৮ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৬:৩৪ পিএম

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন তাসকিন-সাবিনা

চলতি বছর ৮ ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠান পেতে যাচ্ছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার। ক্রীড়াবিদ হিসেবে দুর্দান্ত একটি বছর কাটানোর পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ফুটবলে একই ক্যাটাগরিতে সেরা ক্রীড়াবিদের পুরস্কারটি পেতে যাচ্ছেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। বিষয়টি বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে জাতীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন  ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩ প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘আগামী ৫ আগস্ট, ২০২৩ শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত  অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন। প্রতিমন্ত্রী বলেন, পুরস্কার হিসেবে প্রত্যককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।’

পুরস্কার বিজয়ীরা হলেন : 

১। আজীবন সম্মাননা  : আবদুস সাদেক

২।  খেলোয়াড়/ক্রীড়াবিদ :  সাবিনা খাতুন, তাসকিন আহমেদ ও জিয়ারুল ইসলাম

৩। উদীয়মান খেলোয়াড়/ক্রীড়াবিদ :  মুহতাসিন আহমেদ হৃদয়, আমিরুল ইসলাম 

৪।  ক্রীড়া সংগঠক :  মালা রানী সরকার ও ফজলুল ইসলাম

৫।  ক্রীড়া অ্যাসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা : বাংলাদেশ আরচারি ফেডারেশন

৬। ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) 

৭।  ক্রীড়া সাংবাদিক : খন্দকার তারেক মো. নুরুল্লাহ

৮। ক্রীড়া ধারাভাষ্যকার : আতাহার আলী খান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা