প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১২:৩২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১২:৩৭ পিএম
ছেলেদের জীবনে নারীরা নাকি ভাগ্য নিয়ে আসেন। আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পলের জীবনে বান্ধবী টিনি স্টোসেল ঠিক তেমনই একজন, যিনি জীবনে আসার পর আর্জেন্টিনার হয়ে তিনটি শিরোপার স্বাদ পেয়েছেন ডি পল।
আরও পড়ুন : গ্লাভস হাতে মুগ্ধতা ছড়ালেন লিটন, জিতল দল
সবশেষ কাতার বিশ্বকাপ জয়ের পর বান্ধবী টিনিকে নিয়ে পুরো মাঠ চষে বেড়িয়েছিলেন। এরপরও দুজনকে একসঙ্গে দেখা গেছে নানা সময়। তবে গত কিছুদিন ধরেই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছিল না।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তাই শোনা যাচ্ছিল বিচ্ছেদের গুঞ্জন। তা যে নিছক গুঞ্জন নয়; টিনিকে নিয়ে এমনই এক বার্তা দিয়েছেন ডি পল।
টিনির সঙ্গে সম্পর্ক নিয়ে ডি পল বলেন, ‘আপনাদের জানাতে চাই টিনি এবং আমি যৌথভাবে এই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়েও আমরা একসঙ্গে ছিলাম। এমন ভালোবাসা ও সম্মানের জন্য তোমাকে অনেক ধন্যবাদ।’