প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১১:০১ এএম
এশিয়া কাপ-বিশ্বকাপের মাঝে তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। দীর্ঘ এই ক্রিকেটযাত্রায় খেলোয়াড়দের ফিট রাখার লক্ষ্যে মিরপুরে চলছে ফিটনেস ক্যাম্প। এই ক্যাম্পের অংশ হিসেবে আজ মিরপুরে হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। ২০২০ সালের আগে দেশের ক্রিকেটে ফিটনেস পরীক্ষা হতো বিপ টেস্টের মাধ্যমে।
এখন অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ফিটনেস পরীক্ষা নেওয়া হয় বিপ টেস্টের মাধ্যমে। সেই ইয়ো ইয়ো টেস্টে ক্রিকেটারদের কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটাই জানানো হচ্ছে প্রতিদিনের বাংলাদেশের পাঠকদের।
২০ মিটার দূরত্বে রাখা দুই প্রান্তবিন্দুর মাঝে ক্রিকেটারদের দৌড় করিয়ে ইয়ো ইয়ো টেস্ট করা হয়। পুরো পরীক্ষা করা হয় ছয়টি ভিন্ন ধাপে ধাপে। প্রতিটি ধাপে দেখা হয় ক্রিকেটারদের দৌড়ের গতি, দম ও ভারসাম্য ঠিকঠাক আছে কি না। ইয়ো ইয়ো টেস্ট চলাকালীন প্রতি ধাপে বেশ কয়েকবার করে এই ২০ মিটার দূরত্ব দৌড়াতে হয় ক্রিকেটারদের।
২০২০ সালে হাই পারফরম্যান্স ইউনিটের প্রথম ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে ফিটনেস পরীক্ষা শুরু করে বিসিবি। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য স্থরেও বিসিবি ফিটনেস টেস্টের ক্ষেত্রে শুরু করেছে ইয়ো ইয়ো টেস্ট। এর আগে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় নেওয়া হতো বিপ টেস্ট। এখন অবশ্য সেখান থেকে সরে এসে ইয়ো ইয়ো টেস্টে মনোযোগী হয়েছে বিসিবি।
এশিয়া কাপ থেকে শুরু হওয়া লম্বা ক্রিকেটযাত্রার আগে হওয়া ফিটনেস টেস্টে স্ট্যান্ডার্ড স্কোর কত বিবেচনা করা হচ্ছে সেটা এখনও জানায়নি বিসিবি। ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ইয়ো ইয়ো টেস্টে সর্বনিম্ন স্কোর ধরা হয় ১৬.৫। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের জন্য ১৯, দক্ষিণ আফ্রিকা ১৮.৫, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানি ক্রিকেটারদের জাতীয় দলে সুযোগ পেতে ইয়ো ইয়ো টেস্টে করতে হয় ১৭.৪। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসরের আগে বাংলাদেশ দলে সুযোগ পেতে ইয়ো ইয়ো টেস্টের স্ট্যান্ডার্ড কত বিবেচনা করা হচ্ছে সেটা জানায়নি বিসিবি।
ইয়ো ইয়ো টেস্টে যেকোনো অ্যাথলেট নিজের সর্বোচ্চ স্কোর করতে পারেন ২৩। এখন পর্যন্ত কোনো অ্যাথলেট ছুঁতে পারেননি ইয়ো ইয়ো টেস্টের সর্বোচ্চ ফল। অস্ট্রেলিয়া রাগবি দলের খেলোয়াড় হ্যারি গ্রান্ট ইয়ো ইয়ো টেস্টে তুলেছিলেন ২২.৮। এখন পর্যন্ত ইয়ো ইয়ো টেস্টের ইতিহাসে এটাই সর্বোচ্চ স্কোর। ক্রিকেটারদের মধ্যে ইয়ো ইয়ো টেস্টে সর্বোচ্চ ২২.৩ স্কোর তোলেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক।
২০১৮ সালে এই রেকর্ড গড়েন তিনি। ২০২০ সালে করোনা মহামারির মাঝে হওয়া ফিটনেস টেস্টে ২২.১ স্কোর গড়েন বাংলাদেশি পেসার আল আমিন হোসেন। এখন পর্যন্ত এটাই বাংলাদেশি ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্টে সর্বোচ্চ স্কোরের রেকর্ড। আজকের ইয়ো ইয়ো টেস্টে নতুন করে কেউ এই রেকর্ড গড়েন কি না সেটাই এখন দেখার অপেক্ষা। পাশাপাশি কারা কারা ফিটনেস টেস্টে নিজেদের প্রমাণ করতে পারবেন, সেটাই জানার অপেক্ষায় সবাই।
আজকের এই ফিটনেস টেস্টে থাকবেন না দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত ক্রিকেটাররা। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত হাসান মাহমুদকেও পাওয়া যাবে না এই টেস্টে। পিঠের ইনজুরির সঙ্গে লড়াই করা তামিম ইকবাল থাকবেন কি না সেটা নিশ্চিত নয়।