প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ২৩:৫১ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১২:৩৯ পিএম
অনেক দিন ধরেই পিঠের সমস্যায় ভুগছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। দীর্ঘদিন ইনজুরিতে ভোগা এই ক্রিকেটারকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাচ্ছে বিসিবি। কাতারের একটি স্পোর্টস মেডিসিন সেন্টারে চিকিৎসা নেবেন।
আরও পড়ুন : চোখের জলে বিশ্বকাপকে বিদায় বললেন মার্তা
সাইফউদ্দিন ছাড়াও এই যাত্রায় থাকবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য অভিষেক দাস ও সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা পেসার আশিকুর জামান। তিন ক্রিকেটারই ভুগছেন ইনজুরিতে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পিঠের চোটের কারণে দেশে ফেরত আসতে হয় সাইফউদ্দিনকে। এরপর থেকেই সাইফউদ্দিনের জন্য পিঠের এই চোট হয়ে উঠেছে নিয়মিত সঙ্গী। চোট থেকে সেরে উঠতে দেশে অনেক চিকিৎসা করা হলেও সুস্থ হননি। ফলে উন্নত চিকিৎসার জন্য এবার তাকে দেশের বাইরে পাঠানো হচ্ছে।
অন্যদিকে যুব বিশ্বকাপ জয়ের পর থেকেই থমকে ছিল পেসার অভিষেক দাসের ক্যারিয়ার। ওই বিশ্বকাপে পিঠের চোটে পড়া অভিষেক এখনও সেরে ওঠেননি। মাঝে ভারতে অস্ত্রোপচার হলেও সুস্থ হতে পারেননি। তাকেও সাইফউদ্দিনের সঙ্গে কাতারে পাঠানো হচ্ছে।
সবশেষ বিপিএলের পর থেকে চোটের সঙ্গে লড়াই করা পেসার আশিকুর রহমানকেও পাঠানো হচ্ছে তাদের সঙ্গে। এই তিন ক্রিকেটারের সঙ্গে যাবেন বিসিবির চিকিৎসক ডা. মনজুর হোসেইন চৌধুরী। আগামী ৫ আগস্ট কাতারের বিমান ধরার কথা রয়েছে তাদের।