× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১৫:২৪ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ১৬:৩৬ পিএম

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়

নারী বিশ্বকাপের নকআউট পর্বে যেতে সমীকরণটা কঠিন ছিল আর্জেন্টিনার মেয়েদের। এরপরও আশা ছিল গ্রুপপর্বের শেষ ম্যাচে সুইডেনের মেয়েদের বড় ব্যবধানে হারানো গেলে; গোল ব্যবধানে এগিয়ে থেকে জি গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত হতো আলবিসেলেস্তেদের। তবে হয়নি সেটি। সুইডেনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনার মেয়েরা। আর এতেই পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার।

নকআউট পর্ব নিশ্চিতের কঠিন সমীকরণ নিয়ে মাঠে অবশ্য প্রথমার্ধটা ভালোভাবেই পার করেছিল আর্জেন্টিনা। প্রতিপক্ষের জালে বল পাঠানো না গেলেও বেশ কয়েকবার আক্রমণে গিয়েছে দলটি। পাল্টা আক্রমণে এসে কাঁপন ধরিয়েছে সুইডেনের মেয়েরাও। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ পাল্টা আক্রমণে এগুচ্ছিল খেলা। তবে তাতে শেষ রক্ষা হয়নি আর্জেন্টিনার। ম্যাচের ৬৬ মিনিটে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে আলবিসেলেস্তেদের ম্যাচ থেকে একরকম ছিটকে দেন সুইডেনের ব্লমকিউভিস্ট। এরপর ম্যাচের ফিরতে তো পারেইনি উল্টো ম্যাচের শেষ বাঁশি বাজার আগের আরও এক গোল হজম করতে হয়েছে আর্জেন্টিনাকে। পেনাল্টিতে করা রুবেনসনের গোলে ২-০তে জয় পায় সুইডেন।

এ জয়ে ৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে জি গ্রুপ থেকে সেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে সুইডেন। গ্রুপ থেকে নকঅউট পর্বে তাদের সঙ্গী হয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা