× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড্র’য়ে হতাশ কামিন্স, সমর্থকদের আনন্দে তৃপ্ত স্টোকস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৩:৫৫ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১৪:১৯ পিএম

ড্র’য়ে হতাশ কামিন্স, সমর্থকদের আনন্দে তৃপ্ত স্টোকস

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের প্রথম দুটি জিতে সিরিজ জয়ের পথটা প্রস্তুত করে রেখেছিল সফরকারী অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত ২-২ সমতায় সিরিজ ভাগ করতে হয়েছে প্যাট কামিন্সের দলকে। ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত সেটি না হওয়ায় হতাশ কামিন্স। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে দারুণ পারফর্ম করে সমর্থকদের মন জেতায় তৃপ্ত ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।    

সিরিজ ড্র’ করে কামিন্স বলেন, ‘প্রথম দুটি ম্যাচ জয়ের পর মনে হচ্ছিল আমরা ভালো অবস্থানে আছি। তবে পরে সেই সুযোগটি পুরোপুরি কাজে লাগাতে পারিনি আমরা। তবে ক্রিকেটে এটি ঘটে। আমরা গর্বিত হব যে আমরা অ্যাশেজ ধরে রাখতে পেরেছি। সব মিলিয়ে এটি একটি দুর্দান্ত সফর ছিল। ৩-১ আশা করেছিলাম আমরা। সব মিলিয়ে এখানে আসা এবং অ্যাশেজ ধরে রাখাটা কিছুটা হারানো সুযোগের মতো মনে হচ্ছে। তবে এটা সত্যি যে এখানে এসে যা অর্জন করার আশা করছিলাম তা মিস করেছি, কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা এবং অ্যাশেজ ধরে রাখায় এটি আমাদের জন্য একটি সফল সফর।’

প্রথম দুই ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা টানা ও আসরজুড়ে সমর্থকদের আনন্দ দিতে পেরে খুশি ইংলিশ অধিনায়ক স্টোকস। অ্যাশেজ সিরিজ নিয়ে স্টোকস বলেন, ‘সাধারণত টেস্ট ক্রিকেটের জন্য সিরিজটি প্রয়োজন, দুটি উচ্চ মানের দল ছয় বা সাত সপ্তাহের জন্য লড়ছে। এখানে যে ধরনের ক্রিকেট খেলা হয়েছে তাতে সত্যিই কেউ চোখ সরাতে পারবে না। আমরা নিয়ন্ত্রণে ছিলাম, তারপরে অস্ট্রেলিয়া বিভিন্ন উপায়ে নিয়ন্ত্রণে ছিল, এবং আমি মনে করি যারা খেলায় এসেছেন তারা সত্যিই তাদের ক্রিকেট দিন উপভোগ করেছেন।’

নতুন ধারার বাজবল ক্রিকেট নিয়ে স্টোকস বলেন, ‘আমি মনে করি আমরা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারছি। আপনি যদি আমাদের খেলার পরিমাণের তুলনায় সাফল্যের দিকে তাকান তবে স্টাইলটি স্পষ্টতই দেখতে পারবেন। আমরা খুব সফল হয়েছি। সমালোচনা সবকিছুর অংশ। কিন্তু একজন নেতা হিসেবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত হলো আমার চারপাশে যারা আছে তাদের ভাবনা কী।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা