× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লঙ্কান লিগে তাওহিদের ফিফটি, জিতল দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১০:২৪ এএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১২:১১ পিএম

ফিফটি করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন হৃদয়। ছবি : টুইটার

ফিফটি করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন হৃদয়। ছবি : টুইটার

প্রথমবারের মতো লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন তাওহিদ হৃদয়। জাফনা কিংসের হয়ে আসরের উদ্বোধনী ম্যাচে অভিষেক হয়েছে তার। দেখিয়েছেন ঝলক। তার ফিফটির ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে জাফনা কিংস। পরে ১৫২ রানে কলম্বো স্ট্রাইকার্সকে থামিয়ে জয় দিয়ে আসর শুরু করে তাওহিদের দল।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এলপিএলের প্রথম ম্যাচে টস জিতে জাফনাকে ব্যাটে পাঠায় কলম্বো। ব্যাটে পাওয়ার প্লের ৬ ওভারে ৪৩ রান তুললেও দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও নিশান মাদুশকাকে হারায় তারা।

চারে ব্যাট করতে নামেন হৃদয়। হৃদয় উইকেটে আসার কিছুক্ষণ পর আউট হয়ে ফেরেন চারিথ আসালাঙ্কাও। চাপে পড়ে জাফনা কিংস। প্রিয়ামল পেরেরাকে সঙ্গে নিয়ে চাপ কাটিয়ে তোলেন হৃদয়। চতুর্থ উইকেট জুটিতে তোলেন ৪১ রান। এরপর পঞ্চম উইকেটে দিমুথ ভেলালেগেকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে চামিকা করুণারত্নের বলে নাসিম শাহকে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।

২১ রানে জয় পেয়েছে জাফনা

আউট হওয়ার আগে ৩৯ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন হৃদয়। জাফনার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস এটি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বলে অপরাজিত ২৫ রান করেন ভেলালাগে। হৃদয়ের ফিফটির সুবাদে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় জাফনা। পরে দুর্দান্ত বোলিংয়ে ২১ রানের জয় পায় জাফনা।

পাঁচ দল নিয়ে আয়োজিত এবারের এলপিএল চলবে ২০ অগাস্ট পর্যন্ত। এবার খেলবেন চার বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন আছেন একই দল গল টাইটান্সে। হৃদয়ের মতোই প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি আসরে খেলতে যাওয়া বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে নিয়েছে কলম্বো। তবে জাফনার বিপক্ষে ম্যাচের একাদশে জায়গা পাননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা