× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ব্রড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ০৯:৫৫ এএম

আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১৬:২৮ পিএম

ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ব্রড
অ্যাশেজেই ইংলিশদের হয়ে দ্বিতীয় পেসার হিসেবে ৬০০ উইকেটের কীর্তি গড়েছেন। অ্যাশেজের শেষ টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টুয়ার্ট ব্রড। গতকাল ওভাল টেস্টের তৃতীয় দিন শেষে ঘোষণা দেন ইংল্যান্ডের তারকা পেসার। ইনস্টাগ্রামে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড একটি পোস্ট দিয়ে এই তথ্য জানিয়েছে তারা। সেই পোস্টে তারা ব্রডকে ধন্যবাদ জানিয়েছে।

ওভাল টেস্টের পর সাবেক বনে যাওয়া ব্রড পেছনে ফিরে তাকিয়েছেন, ‘একটি বিস্ময়কর অভিযাত্রা ছিল এটি। নটিংহ‍্যামশায়ার ও ইংল‍্যান্ডের ব্যাজ ধারণ করতে পারা আমার জন্য অনেক বড় পাওয়া। সব সময় ক্রিকেটকে যতটা ভালোবেসেছি এখনও ততটাই ভালোবাসি। একটি দারুণ সিরিজে, আমি সর্বদা শীর্ষে থেকে শেষ করতে চেয়েছি। এই সিরিজটি মনে হচ্ছে সবচেয়ে উপভোগ্য, আমি এটির অংশ হয়েছি।’

ইংল্যান্ডের জার্সিতে ১৬৬টি টেস্টের পাশাপাশি ১২১টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন ব্রড। তিন ফরম্যাট মিলিয়ে ব্রড শিকার করেছেন ৮৪৩টি উইকেট। চলতি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নেন ব্রড। তৃতীয় দিনের খেলা শেষে জানান দেন বিদায়ের। এদিন খেলা শুরুর আগে অবশ্য অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন দীর্ঘ দিনের সতীর্থ জেমস অ‍্যান্ডারসন ও জো রুটকে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা