× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটল পাপুয়া নিউগিনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ১৫:৪২ পিএম

বিশ্বকাপের জায়গা পাকা করেছে পিএনজি ছবি: টুইটার

বিশ্বকাপের জায়গা পাকা করেছে পিএনজি ছবি: টুইটার

২০২৪ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে পাপুয়া নিউগিনি। ফিলিপাইনকে ১০০ রানে হারিয়ে ইস্ট এশিয়া-প্যাসিফিক কোয়ালিফায়ারে প্রথম স্থানে রয়েছে দলটি। আসাদ ভালার দল এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সবগুলো জিতেছে। ভানুয়াতু ও ফিলিপাইনসের সঙ্গে দুটি করে এবং জাপানের বিপক্ষে একটি জয় পিএনজির।

পাপুয়া নিউগিনি পাঁচ জয়ে ১০ পয়েন্ট পেয়েছে। তাতে করে এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। ২৯ জুলাই তারা খেলবে জাপানের বিপক্ষে। শুক্রবার সবশেষ ম্যাচে পিএনজি ১০০ রানে তারা হারায় ফিলিপিনোদের। ১১৮ রানের উদ্বোধনী জুটির পর স্বাগতিকরা ২০ ওভারে ৬ উইকেটে ২২৯ রান করে। বড় লক্ষ্য দিয়ে তাদের ৭ উইকেটে ১২৯ রানে থামিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় পাপুয়া নিউগিনি।

আরও পড়ুন :

২০২৪ বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। টুর্নামেন্টে অংশ নেবে ২০টি দল। প্রথম রাউন্ডের জন্য দলগুলোকে ৪টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি দল। এখান থেকে শীর্ষ দুটি দল নিয়ে হবে শেষ আটে। এখানেও ৪টি দল নিয়ে দুটি গ্রুপ ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনাল।  

টুর্নামেন্টের ১২টি দল নিশ্চিত হয়েছে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্টের সঙ্গে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনায় শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং র‌্যাঙ্কিং বিবেচনায় আফগানিস্তান ও বাংলাদেশ। কোয়ালিফায়ার খেলে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি মূল পর্ব নিশ্চিত করেছে। বাকি পাঁচ দল নির্ধারণ হবে আমেরিকা (একটি), আফ্রিকা (দুটি) ও এশিয়া (দুটি) থেকে। সামনেই হবে এই অঞ্চলগুলোর বাছাইপর্ব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা