× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যানসার জয়ী লিন্ডার স্বপ্নের অভিষেক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ২২:৪৮ পিএম

ক্যানসার জয়ী লিন্ডার স্বপ্নের অভিষেক

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই করলেন বাজিমাত। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজের বিশ্বকাপ অভিষেক ম্যাচ রাঙালেন গোল করে। লিন্ডা কাইসেদোর গোলে ২-০ গোলে জয় পেল কলম্বিয়া। এ পর্যন্ত ঠিকই ছিল; তবে সবাইকে বিস্মিত করেছে তার জীবন যুদ্ধের লড়াই। বিস্মিত না হয়ে উপায় কি; ক্যানসার জয় করে মাঠের ফুটবলে তার মতো রাজ কে করেছে কবে।

গ্রুপ এইচয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে ৩৯ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লিন্ডা। শুধু গোলেই না, নিজের ফুটবল শৈলীতেই মাঠের দর্শকদের মোহিত করেছেন এই লেফট উইঙ্গার। গতি আর ড্রিবলিংয়ে মুগ্ধতা ছড়িয়ে ম্যাচটাকে এক মুহূর্তের জন্য ফসকে যেতে দেননি এই ১৮ বছর বয়সী তরুণী।

ম্যাচের পর স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরষ্কার উঠেছে তার হাতে। সেখানেই নিজের জীবন যুদ্ধের লড়াইয়ের অবিশ্বাস্য গল্প শোনিয়েছেন তিনি, ‘আমি কখনো ভাবিনি দলের সঙ্গে এভাবে লড়াই করতে পারব। সতীর্থরা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। আর আমি মনে করি, নিজের সেরাটা দিয়ে আমি মাঠে তাদের সাহায্য করতে পারব। আমি এখনো অনেক তরুণ। এটা আমার প্রথম বিশ্বকাপ। আমি এটা উপভোগ করতে চাই।’

অথচ এই গল্প লেখা সহজ ছিল না তার জন্য। ফুটবলে অভিষেকের মাত্র ১ বছর পর ২০২০ সালে আক্রান্ত হন ডিম্বাশয়ের ক্যানসারে। প্রথমে অস্ত্রোপচার করে সরানো হয় ডিম্বাশয়। এরপর শুরু হয় কেমোথেরাপি। ৫ মাসের লড়াই শেষে আবারও ফিরেছেন মাঠের ফুটবলে। জীবনের এই লড়াই নিয়ে কাইসেদো বলেন, ‘আমি ভেবেছিলাম আর ফুটবলে ফিরতে পারব না। এ সমস্যা কাটিয়েও যে ফিরে আসা যায়, আমি তার দৃষ্টান্ত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা