× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির সেঞ্চুরির ম্যাচে মিয়ামিতে বিধ্বস্ত আটলান্টা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১০:২৭ এএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১১:৩৩ এএম

মেসির সেঞ্চুরির ম্যাচে মিয়ামিতে বিধ্বস্ত আটলান্টা

কদিন আগেও শোনা যাচ্ছিল প্রতিযোগিতা নয়, ক্যারিয়ারের শেষ সময়টা উপভোগ করতেই যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বুধবার আটলান্টার বিপক্ষে ম্যাচ দেখার পর কে বলবে এই কথা। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের জালে দুবার বল পাঠিয়ে জয়ের ভিত যেমন গড়েছেন মেসি, তেমনি ম্যাচের পুরোটা সময় মুগ্ধ করে রেখেছেন সমর্থকদের। কেবল নিজে গোল করেননি অনুপ্রাণিত করেছেন সতীর্থদেরও। তাতেই বিধ্বস্ত হয়েছে আটলান্টা। ৪-০ গোলের জয় পেয়েছে মেসির মিয়ামি।

এদিন জোড়া গোল করার পর বানিয়েছেন ১টি। গোলের জন্য মেসি শট নিয়েছেন ৪টি। যার মধ্যে কেবল ১টি পোস্টে ছিল না। দুবার ড্রিবল করার সুযোগ পেয়ে দুবারই সফল। গোল হওয়ার মতো পাস দিয়েছেন ৩টি। মোট ৫৬টি পাস খেলেছেন, এর মধ্যে ৪৬টি পাসই ছিল নিখুঁত। প্রতিপক্ষের সঙ্গে তিনবার বল দখলের লড়াইয়েও হারেননি—এই হলেন ৩৬ বছর বয়সি লিওনেল মেসি!

মেসিময় ম্যাচে নতুন এক রেকর্ডের মাইলফলক স্পর্শ করেছেন মিয়ামি তারকা। আটলান্টার বিপক্ষে গোল করার পর এ নিয়ে অফিসিয়াল ম্যাচে মোট ১০০ ক্লাবের বিপক্ষে গোল করলেন মেসি। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট ‘অপটা হাভিয়ের’ জানিয়েছে, মোট ২৩ দেশের ১০০ আলাদা ক্লাবের বিপক্ষে গোল করলেন আর্জেন্টাইন তারকা। দক্ষিণ আমেরিকান ফুটবল এবং সেখানকার ফুটবলারদের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট ‘সুদাঅ্যানালিটিকস’-এর হিসাবে অফিসিয়াল ম্যাচে ১১৫টি আলাদা ক্লাবের মুখোমুখি হয়ে ১০০ ক্লাবের বিপক্ষে গোল পেয়েছেন মেসি।

এদিন ম্যাচ শুরুর মাত্র ৮ মিনিটেই বুস্কেতের বাড়ানো বল জালে জড়ান মেসি। এরপর ২২ মিনিটে টেইলরের সহায়তায় জোড়া গোল আদায় করেন। এরপর প্রথমার্ধের শেষ দিকে মেসি বল বাড়ানো বল ধরে বেনজামিন ক্রেমাসচির বল বাড়ান টেইলরকে। নিরাশ করেননি মিয়ামি তারকা।  দুর্দান্ত এক শটে বল জালে জড়ান টেইলর। বিরতির পর ফিরে ফের মেসি-টেইলর জুটি। ৫৩ মিনিটে মেসির বাড়ানো বল জালে জড়িয়ে দলের ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করেন টেইলর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা