× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ফুটবল বিশ্বকাপ

সমকামিতা নিয়ে প্রশ্ন করে ক্ষমা চাইল বিবিসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ০১:২৯ এএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ১১:১০ এএম

মরক্কোর অধিনায়ক গিজলেন চেবাক। ছবি : সংগৃহীত

মরক্কোর অধিনায়ক গিজলেন চেবাক। ছবি : সংগৃহীত

সমকামিতা নিয়ে প্রতিবেদকের ‘অসঙ্গত’ প্রশ্নের জন্য ক্ষমা চেয়েছে সংবাদ সংস্থা বিবিসি।

জার্মানির বিপক্ষে মরক্কোর নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে বিবিসির প্রতিবেদক মরক্কোর অধিনায়ক গিজলেন চেবাককে প্রশ্নটি করেন।

ওই প্রতিবেদক বলেন, ‘মরক্কোয় সমকামিতা বেআইনি। আপনার দলে কি কোনো সমকামী খেলোয়াড় আছেন এবং দেশে তাদের জীবন কেমন?’

সংবাদ সম্মেলনের সঞ্চালক এতে বাধা দিয়ে বলেন, ‘এ প্রশ্ন প্রাসঙ্গিক নয় বরং রাজনৈতিক। আমরা শুধু ফুটবলসংক্রান্ত বিষয়ে থাকতে চাই।’

তবে ওই প্রতিবেদক বলেন, ‘এটা মানুষের কথা। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দয়া করে তাকে প্রশ্নের উত্তর দিতে দিন।’

বিবিসির একজন মুখপাত্র সংবাদ সংস্থা সিএনএনকে বলেন, ‘আমরা স্বীকার করি প্রশ্নটি অনুপযুক্ত ছিল। তবে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।’

হিউম্যান রাইটস ওয়াচের মতে, মরক্কোর আইন অনুসারে সমকামিতা অপরাধ। এজন্য তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১ হাজার দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

বিবিসির প্রতিবেদকের ওই প্রশ্নে হতাশ হয়েছিলেন সংবাদ সম্মেলনে অংশ নেওয়া মরক্কোসহ অন্য দেশের সংবাদকর্মীরা।

সিবিসি স্পোর্টসের প্রতিবেদক শিরিন আহমেদ লিখেছেন, ‘দলের অধিনায়ককে এ ধরনের প্রশ্ন করা ছিল একেবারে অপ্রয়োজনীয়। যখন কোনো প্রতিবেদন কারও ক্ষতি করে তখন সেটি শুধু অনৈতিকই নয়, বরং বিপজ্জনকও।’

এ বিষয়ে ফিফা ও মরক্কো ফুটবল ফেডারেশন সিএনএনের কাছে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানায়নি।

সোমবার উদ্বোধনী ম্যাচে জার্মানির কাছে ৬-০ গোলে পরাজিত হয়েছে মরক্কো।

সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা