× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ামি মিলনমেলায় সঙ্গী হচ্ছেন ইনিয়েস্তাও!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ২০:৩১ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৩ ২১:১৩ পিএম

মিয়ামি মিলনমেলায় সঙ্গী হচ্ছেন ইনিয়েস্তাও!

মেসির অভিষেক ম্যাচের উন্মাদনায় ভাসছেন মিয়ামি সমর্থকরা। মেসি নিজেও বেশ রোমাঞ্চিত নিজের নতুন যাত্রা নিয়ে। নতুন করে এখানে জীবনের মানে খুঁজে পেতে চান আর্জেন্টাইন মহাতারকা। প্রতিযোগিতা ভুলে উপভোগ করতে চান খ্যাতি এনে দেওয়া ফুটবলটাকে। কিন্তু একা আর কতটা উপভোগ করা যায়। নিজের পরিবারের সঙ্গে প্রিয় বন্ধু ও সতীর্থদের পেলে ব্যাপারটা জমে যায়। মিয়ামিতে নাম লেখানোর পর থেকে নীরবে সেই কাজটিও চালিয়ে যাচ্ছেন মেসি। দীর্ঘ সময় কাটানো বার্সা থেকে মিয়ামিতে উড়িয়ে আনছেন তার চেনা বন্ধু ও সতীর্থদের। সাবেক বার্সা কোচ টাটা মার্টিনো ও সতীর্থ সার্জিও বুসকেটস আগেই এসেছেন। শোনা যাচ্ছে, জর্ডি আলবার যোগ দেওয়ার খবরও। এবার সেই তালিকায় যোগ হয়েছে আরেক বার্সা তারকা আন্দ্রেস ইনিয়েস্তার নামও। সব মিলিয়ে ইন্টার মিয়ামি পরিণত হতে চলেছে বার্সা সতীর্থদের মিলনমেলায়। ফুটবলভক্তরা যার নাম দিয়েছে ‘আমেরিকান বার্সা’।

আরও পড়ুন - শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ড্র বাংলাদেশ-ভারত ওয়ানডে

কদিন আগেই মিয়ামি সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মেসি, বুসকেটস ও মার্টিনোকে পরিচয় করিয়ে দিয়েছে ক্লাবটি। এরপর থেকেই মিয়ামির অনুশীলনে নিয়মিত দেখা যাচ্ছে তাদের। এরপর গত বৃহস্পতিবার ইন্টার মিয়ামি জানায়, ডিফেন্ডার জর্ডি আলবার সঙ্গেও চুক্তির বিষয় অনেকটাই পাকা করে ফেলেছে তারা। চুক্তির পেছনে মেসির ভূমিকা ছাড়াও বিবেচনা করা হয়েছে আলবার অভিজ্ঞতাকে। ডিফেন্ডার হিসেবে ৬০৫ ম্যাচে মাঠে নামলেও আক্রমণভাগ ও মধ্যমাঠে কার্যকরী ভূমিকা রাখতে পারেন ৩৪ বছর বয়সি এই ডিফেন্ডার। যার প্রমাণ দীর্ঘ ক্যারিয়ারে তার করা ৩৭টি গোল ও ১০৭টি অ্যাসিস্ট।

ইন্টার মিয়ামির বিবৃতিতে ক্লাব পরিচালক ক্রিস হেন্ডারসন তাকে নিয়ে বলেন, ‘এক দশকের বেশি সময় ধরে নিজেকে তিনি ফুটবলের সেরা ফুলব্যাকদের একজন হিসেবে প্রমাণ করেছেন, বিশেষত রক্ষণে দৃঢ়তা ও আক্রমণে অবদান রাখার সক্ষমতায়।’ এতেই বুঝা যায়, আলবাকে বুঝেশুনেই দলে টেনেছে দলটি। তবে বেশকিছু গণমাধ্যমের তথ্যমতে, এবার মিয়ামির নজর ইনিয়েস্তার দিকে।

কদিন আগেই জাপানের ক্লাব ভিসেল কোবেকে অশ্রুজলে বিদায় জানিয়েছেন ইনিয়েস্তা। বয়সটা ৩৯ পার হতে চলায় অনেকের ধারণা ছিল হয়তো একেবারেই ফুটবলকে বিদায় জানিয়ে দেবেন তিনি। তবে সে পথে হাঁটেননি ইনিয়েস্তা। আর এই সুযোগটি কাজে লাগিয়ে এই মিডফিল্ডারকে মিয়ামিতে যুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। ইনিয়েস্তার সামনে অবশ্য সৌদির ফুটবলে নাম লেখানোর সুযোগ রয়েছে। তবে মিয়ামিতে সাবেক দুই সতীর্থ মেসি ও বুসকেটস থাকায় তিনি প্রাধান্য দিচ্ছেন মিয়ামিকেই।

কেননা মেসি ও বুসকেটসের সঙ্গে ৪৮৮ ম্যাচে বার্সার জার্সিতে মাঠে নেমেছেন ইনিয়েস্তা। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় সাবেক সতীর্থ ও বন্ধুদের সঙ্গে সময়টা উপভোগ করেই কাটাতে চান তিনি। জর্ডি আলবাকে নিয়ে সিদ্ধান্ত হয়ে যাওয়ায় এখন বাকি আছেন কেবল তিনি। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই তার ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে মিয়ামি। সব মিলিয়ে আমেরিকান বার্সায় পরিণত হবে ইন্টার মিয়ামি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা