× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির নতুন শুরু মাতাবেন শাকিরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ২২:৪২ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ২২:৪৪ পিএম

মেসির নতুন শুরু মাতাবেন শাকিরা

নতুন ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার উদ্দেশে এরই মধ্যে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মেসি। আগামীকাল রবিবার রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবে মেজর সকার লিগের ক্লাবটি। সেই উপলক্ষেই চলছে শেষ সময়ের তোড়জোড়।

আরও পড়ুন : লক্ষ্ণৌর দায়িত্বে অজি ল্যাঙ্গার

শোনা যাচ্ছে, মেসিকে সমর্থকদের সঙ্গে পরিচয় করানো উপলক্ষে পপ তারকা শাকিরাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সব ঠিক থাকলে মেসির অভ্যর্থনা অনুষ্ঠানে গান গেয়ে দর্শকদের মাতাবেন তিনি।

মেসির সঙ্গে শাকিরার অবশ্য পরিচয়টা দীর্ঘদিনের। বার্সায় থাকাকালীন সতীর্থ জেরার্ড পিকের সহধর্মিণী ছিলেন শাকিরা। পারিবারিক নানা অনুষ্ঠানে মেসির পরিবারের সঙ্গে দেখা গেছে শাকিরাকেও। ফের মিয়ামিতে শাকিরা আসায় বেশ উৎসবমুখর পরিবেশ হবে বলেই ধারণা করা হচ্ছে। তা ছাড়া শাকিরা মেসির অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিলে এটি এক ভিন্ন মাত্রা পাবে। মেসির মতো শাকিরারও অসংখ্য ফ্যান আছে দেশটিতে।

জানা গেছে, আগামীকাল মেসির মতো ক্লাবে পরিচয় করিয়ে দেওয়া হবে বার্সা তারকা সার্জিও বুসকেটস ও মেসির সাবেক কোচ টাটা মার্টিনোকে। পরিচয় পর্ব শেষ হওয়ার পরপরই শুরু হবে অনুষ্ঠান পর্ব। যেখানে বিশ্বখ্যাত শিল্পীদের মধ্যে থাকবেন শাকিরা। আর এই পুরো বিষয়টি দেখভাল করছে দলটির মালিক ডেভিড বেকহ্যাম।

তবে এদিন মাঠে নামবেন না আর্জেন্টাইন মহাতারকা। মেসির অভিষেক ম্যাচ দেখতে মিয়ামি সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। জানা গেছে, সব ঠিক থাকলে আগামী ২১ জুলাই ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হবে মেসির। লিগ কাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর দল ক্রুজ আজুলের বিপক্ষে মিয়ামির জার্সিতে মাঠে নামবেন তিনি। সেই ম্যাচ নিয়ে অবশ্য উন্মাদনারও কমতি নেই মেসি ভক্তদের। ইতোমধ্যেই কয়েকগুণ বেশি মূল্যে বিক্রি হয়েছে ম্যাচের সব টিকিট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা