× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইম্বলডন: ফাইনালে জোকোভিচের সামনে আলকারাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১১:৩৪ এএম

আলকারেজের দুই না জোকোভিচের ২৪—ফাইনালে কে হাসবেন শিরোপাজয়ের হাসি

আলকারেজের দুই না জোকোভিচের ২৪—ফাইনালে কে হাসবেন শিরোপাজয়ের হাসি

বয়স মাত্র ২২। অনবদ্য টেনিসে কার্লোস আলকারাজের এর মাঝেই চিনিয়েছেন নিজের জাত। ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো উঠেছেন গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে। টেনিসের ১৪৬ বছরের পুরনো আসর উইম্বলডনে ছেলেদের এককের তার সামনে রেকর্ড ২৩ বার গ্রান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচ। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ের শিরোপা ফয়সালার ম্যাচ রবিবার, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে কোর্টে নামবেন সময়ের অন্যতম সেরা দুই টেনিস তারকা।

যুক্তরাষ্ট্রের ক্রিস এভার্টকে ছাড়িয়ে রেকর্ড ৩৫তম গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠেছেন জোকোভিচ। শুক্রবার হওয়া সেমিফাইনালে র‍্যাঙ্কিংয়ের আট নম্বরে থাকা ইতালির ইয়ান্নিক সিনারকে প্রথম সেটে ৬-৩ গেমে হারান। দ্বিতীয় সেট ৬-৪ ব্যবধানে জেতেন সার্বিয়ান মহাতারকা। এরপর তৃতীয় সেটে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জিতে ফাইনালে পা রাখেন রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লামজয়ী।

আরও পড়ুন: অশ্বিন ঘূর্ণিতে তিন দিনেই হার ওয়েস্ট ইন্ডিজের

র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা কার্লোস আলকারাজ আরেক সেমিফাইনালে জিতে কেটেছেন ফাইনালের টিকিট। রাশিয়ার দানিল মেদভেদেভকে সরাসরি সেটে তিনি উড়িয়ে দেন। ২০ বর্ষী আলকারাজ তিন সেটই ৬-৩ ব্যবধানে জিতেছেন। তাতেই তৃতীয় স্প্যানিয়ার্ড হিসেবে উইম্বলডনের পুরুষ সিঙ্গেলসের ফাইনালে ওঠেন আলকারাজ। বাকি দুইজন হলেন ম্যানুয়েল সানতানা ও রাফায়েল নাদাল। টেনিসের ওপেন এরাতে চতুর্থ সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠেছেন আলকারাজ।

ক্যারিয়ারে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে আলকারাজ লড়বেন বিগ নেইম জোকোভিচের সঙ্গে। এখন পর্যন্ত কোর্টে দুইবার মুখোমুখি হয়েছেন জোকোভিচ ও আলকারাজ। ২০২২ সালে স্পেনে হওয়া এটিপি মাস্টার্সের সেমিতে আলকারাজ জয় তুলে নেন। চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের শেষ চারের লড়াইয়ে জয়ের হাসি হাসেন জোকোভিচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা