× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রস্তুতিই মূল লক্ষ্য রশিদের

প্রবা প্রতিবেদক, সিলেট থেকে

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৫:২২ পিএম

প্রস্তুতিই মূল লক্ষ্য রশিদের

আফগানিস্তান শিবির আত্মবিশ্বাসে টইটম্বুর। কারণ, বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে। ওই সুখস্মৃতি নিয়ে এবার টি-টোয়েন্টিতে মোকাবিলা করবে বাংলাদেশকে। সিরিজের আগে গতকাল রশিদ খান স্পষ্ট বলে দেন, জয়ের ভাবনা নেই। পুরোটাই প্রস্তুতির চিন্তা।

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সিরিজকে আফগান শিবির দেখছে প্রস্তুতির মঞ্চ হিসেবে। এখন মোমেন্টামটা ধরে রাখতে চান আফগান অধিনায়ক, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে মোমেন্টামটা ধরে রাখতে হবে। সেটারই সর্বোচ্চ চেষ্টা চলছে।’

দ্বিপক্ষীয় সিরিজ শেষে ফের দুই দলের মুখোমুখি লড়াই হবে এশিয়া কাপ ও বিশ্বকাপে। সিলেটে তাই বাংলাদেশের দুর্বলতাগুলো খুঁজে নেওয়ার দুটি সর্বোত্তম সুযোগ মিলছে তাদের, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপে আমরা আবার তাদের মুখোমুখি হব। এর আগে আমরা তাদের সম্পর্কে জানতে পারছি। ওরাও জানে কী করতে হবে। আশা করি, দারুণ উপভোগ্য ম্যাচ হবে।’- যোগ করেন রশিদ খান।

প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখায় দলের কাছে জয় চান না রশিদ। বরং সতীর্থরা মাঠে শতভাগ উজাড় করে দিয়ে খেলবে এমনটাই প্রত্যাশা, ‘জয় চাই না। আমার কাছে প্রস্তুতি ও মাঠে শতভাগ দেওয়াটা গুরুত্বপূর্ণ। দুই ম্যাচ জিতে ট্রফি নিয়ে যাওয়াটা পরের বিষয়। আগে দল হিসেবে প্রতিদিন উন্নতি করতে হবে।’ কেন উন্নতি করতে হবে সেই ব্যাখ্যায় বলেন, ‘যেকেউ যেকোনো দিন সমস্যায় পড়তে পারে। তার সমাধান হিসেবে আমাদের প্রতিদিন উন্নতি করতে হবে।’

ম্যাচের আগে অন্য সফরকারীদের মতো আফগানিস্তানের সামনে সুযোগ হয়নি সিলেটের উইকেট দেখার। সেটা নিয়ে অবশ্য কোনো ভাবনা নেই তাদের। বিপিএলের সুবাদে আফগান অনেক ক্রিকেটারের ধারণা আছে উইকেট নিয়ে। সেটার ওপর ভরসা করে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে চান আফগান অধিনায়ক রশিদ খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা