× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুধু ভারত নয়, বাবরের ভাবনায় সব দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ২৩:২৩ পিএম

শুধু ভারত নয়, বাবরের ভাবনায় সব দল

তিন মাসও বাকি নেই ভারত বিশ্বকাপের। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। পাকিস্তানকে অবশ্য ভাবতে হচ্ছে এর বাইরেও। আয়োজক ভারত হওয়ায় দেশটিতে দল পাঠানোর ব্যাপারে সরকারের কাছ থেকে এখনও ছাড়পত্র পায়নি পিসিবি। তবে আইসিসি ইভেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের মধ্যে।

আরও পড়ুন : হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ

ইতোমধ্যেই ম্যাচ ভেন্যু আহমেদাবাদের হোটেলগুলোতে বুকিং দিতে শুরু করেছেন পাকিস্তানের সমর্থকরা। টিকিট কাটা নিয়েও আগ্রহের কমতি নেই তাদের। তবে দলটির অধিনায়ক বাবর আজম অবশ্য শুধু ভারত ম্যাচ নিয়ে ভাবতে রাজি নন; তার ভাবনায় টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলই।

কদিন পরই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে পাকিস্তান। সেসব নিয়েই অনুশীলনে ব্যস্ত সময় পার করছে পাকিস্তান দল। তবে তার আগে ঘুরেফিরে বাবরকে উত্তর দিতে হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে।

বাবর বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি; শুধু ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছি না। অন্য আরও ৮ দলের সঙ্গে খেলতে হবে আমাদের, শুধু ভারত নয়। সবাইকে হারাতে পারলেই ফাইনালে পৌঁছতে পারব। কাজেই আমাদের মনোযোগ শুধু একটি দলকে ঘিরে নয়; টুর্নামেন্টের সব দল নিয়েই আমরা ভাবছি। সব দলের বিপক্ষেই জয়ের পরিকল্পনা করছি আমরা।’

বিশ্বকাপে মোট ৫টি ভেন্যুতে ৯টি ম্যাচ খেলবে পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচটি হবে ১৫ অক্টোবর, আহমেদাবাদের ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে এই ভেন্যুতে খেলার ব্যাপারে আপত্তি ছিল পাকিস্তানের। তাদের চাওয়া ছিল অন্য কোনো শহরে ম্যাচটির আয়োজন করা।

তবে দর্শক আগ্রহ বিবেচনা করে তাদের এই দাবি মানতে পারেনি ভারত ও আইসিসি। যা নিয়ে বাবর বলেন- ‘আমাদের ভাবনা হলো, যেখানেই খেলা হবে, যেখানেই আমাদের যেতে হবে, আমরা সেখানে গিয়ে খেলব। পেশাদার হিসেবে এটিই আমাদের বলার কথা। সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। ভিন্ন ভিন্ন কন্ডিশন ও পরিবেশের জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে এবং সেটিই চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জেই নিজেদের মেলে ধরতে হবে। অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে আমি সব দেশেই রান করতে চাই, দাপট দেখাতে চাই এবং পাকিস্তানের জয় চাই। এসবই আমাদের ভাবনায় আছে, স্রেফ একটি দলের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছি না আমি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা