× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ার্নের মৃত্যুর নেপথ্যে কোভিড টিকা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুন ২০২৩ ১০:৫৮ এএম

আপডেট : ২২ জুন ২০২৩ ১১:১৪ এএম

ওয়ার্নের মৃত্যুর নেপথ্যে কোভিড টিকা!

শেন ওয়ার্নের মৃত্যুর পর কেটে গেছে এক বছরের বেশি সময়। এতদিন পর কিংবদন্তি লেগ স্পিনারের মৃত্যুর কারণ সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এলো। ইংল্যান্ডে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক অসীম মালহোত্রা এবং অস্ট্রেলিয়ার চিকিৎসক ক্রিস নিল যৌথভাবে দাবি করছেন, করোনাভাইরাসের টিকা নেওয়ার কারণেই হার্ট অ্যাটাকের কবলে পড়েছিলেন ওয়ার্ন, তাতেই মৃত্যু হয়েছে অজি স্পিনারের।

গত বছরের ৪ মার্চ সবাইকে কাঁদিয়ে বিদায় নেন ওয়ার্ন। মৃত্যুর সময় থাইল্যান্ডের একটি রিসোর্টের ঘরে একাই ছিলেন। শরীর ম্যাসাজের জন্য কর্মীদের ডেকেছিলেন। কিন্তু সেই কর্মীদের প্রবেশের আগেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তার মৃত্যুর পর তদন্ত শুরু করে থাইল্যান্ড সরকার। তদন্ত শেষে তারা জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওয়ার্ন।

সেই দাবির সঙ্গে একমত হৃদরোগ বিশেষজ্ঞ মালহোত্রা এবং নিল। তাদের দাবি, ওয়ার্ন হৃদরোগে মারা গেছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মৃত্যুর নয় মাস আগে তিনি করোনা টিকা নিয়েছিলেন। কোভিড এমআরএনএ নামে সেই টিকা তার হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আরও বাড়িয়ে দেয়। বিশেষত যাদের ক্ষেত্রে হৃদরোগের কোনো চিহ্ন আগে ধরা পড়েনি।

মালহোত্রা বলেন, ‘সাবেক ক্রীড়াবিদ মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে মারা গেছেন, এমন ঘটনা খুব একটা শোনা যায় না। তবে এও জানতে পেরেছি, মৃত্যুর আগে ওয়ার্ন খুব একটা সুশৃঙ্খল জীবনযাপন করতেন না। ওজন বেশি ছিল এবং ধূমপায়ী ছিলেন। মনে হয় ওর ধমনিতে আগে থেকেই কোনো সমস্যা ছিল যা ধরা পড়েনি। তবে ফাইজারের দুটি কোভিড এমআরএনএ টিকা নেওয়ার পরে সেই সমস্যা আরও বেড়ে যায়। এ ধরনের রোগী আমি আগেও দেখেছি। আমার বাবাও একই সমস্যায় মারা গেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা