× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানইউ কিনলেন কাতারের শেখ জসিম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ২১:৩৪ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ২২:৩০ পিএম

ম্যানইউ কিনলেন কাতারের শেখ জসিম

একের পর এক ইউরোপিয়ান ফুটবল ক্লাব কিনে নিচ্ছে মধ্যপ্রাচ্যের ধনকুবেররা। সেই তালিকায় এবার যোগ হলো আরও একটি জায়ান্ট ক্লাবের নাম। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিয়েছেন কাতারের শেখ জসিম বিন হামাদ বিন খালিফা আল থানি। কাতারের পত্রিকা আল-ওয়াতান খবরটি নিশ্চিত করেছে।

আরও পড়ুন : তামিম নেই ঢাকা টেস্টে

ম্যানইউ কেনার জন্য এর আগে বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছিলেন শেখ জসিম বিন হামাদ। তবে ওল্ড ট্রাফোর্ডের বর্তমান মালিক যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার তা নাকজ করে দিয়েছিল। কাতারের আমিরের বড় ভাই ও কাতার ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান শেখ জসিমের সর্বশেষ যে প্রস্তাব দিয়েছেন, তাতে ম্যানইউ বিক্রি করতে রাজি হয়েছে গ্লেজার পরিবার। তবে শেখ জসিম বা ম্যানইউ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

খবরটা প্রকাশষ হতেই নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ১৬ ভাগ দাম বেড়েছে ম্যানইউয়ের শেয়ারের। শেখ জসিম ক্লাবটির শতভাগ মালিকানা চান। গ্লেজার পরিবার ক্লাবটির ৩১ ভাগ শেয়ার বিক্রি করেছে। এখন শতভাগ শেয়ার চাইলে শেখ জসিমকে সেই শেয়ার কিনে নিতে হবে। এজন্য বেড়েই চলেছে ম্যানইউ’র শেয়ারের দাম।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, শেখ জসিম ম্যানইউ কেনার জন্য সবশেষ ৫৫০ কোটি পাউন্ড প্রস্তাব দিয়েছিলেন। তবে গ্লেজার পরিবার চেয়েছিল ৬০০ কোটি পাউন্ড। শেষ পর্যন্ত কত দামে ম্যানইউ কিনে নিয়েছে শেখ জসিম সেটা এখনো জানা যায়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা