× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল জেতা বিশ্বকাপ জেতার চেয়ে কঠিন : সৌরভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৩:০৭ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ১৩:২১ পিএম

আইপিএল জেতা বিশ্বকাপ জেতার চেয়ে কঠিন : সৌরভ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানের বিশাল ব্যবধানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারের পর ভারতীয় দল নিয়ে চলছে কাটাছেঁড়া। প্রশ্ন উঠেছে অধিনায়ক রোহিত শর্মার ভূমিকা নিয়ে। তার অধীনে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি ঘরে তুলতে ব্যর্থ হয়েছে ভারত। দল হিসেবে ব্যর্থ হওয়া ছাড়াও ব্যাট হাতেও ব্যর্থ রোহিত। দলকে নেতৃত্ব দিতে পারেননি সামনে থেকে। এ অবস্থায় রোহিতের নেতৃত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। তবে হিটম্যানের অধিনায়কত্বে এখনও সমর্থন আছে সাবেক অধিনায়ক ও বোর্ডপ্রধান সৌরভ গাঙ্গুলির।

রোহিতকে নিয়ে কোনো সন্দেহ নেই সৌরভের। তার মতে, মুম্বাইকে পাঁচবার আইপিএল ট্রফি জেতানো রোহিত অবশ্যই ভারতের অধিনায়ক হিসেবেও সফল হবেন। এ ছাড়া আইপিএল জেতা বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন বলে মনে করেন সৌরভ। ইন্ডিয়া টুডেতে এমন মন্তব্য করেছেন সৌরভ।

সাবেক বোর্ডপ্রধান বলেন, ‘বিরাট চলে যাওয়ার পর নির্বাচকদের একজন অধিনায়কের প্রয়োজন ছিল এবং সে সময় রোহিত সেরা ছিলেন। তিনি পাঁচটি আইপিএল ট্রফি জিতেছিলেন এবং আন্তর্জাতিক স্তরেও ভালো করছিলেন; তিনি এশিয়া কাপ জিতেছিলেন। তিনি তখন সেরা বিকল্প ছিলেন। ভারতও ভালো খেলেছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যদিও আমরা হেরেছিলাম। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিলাম। তাই নির্বাচকরা সেই ব্যক্তিকে বেছে নিয়েছিলেন, যে কাজের জন্য সেরা ছিল।’

রোহিতের ওপর আস্থা আছে কি নাএমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রোহিতের ওপর আমার পূর্ণ আস্থা আছে। তিনি এবং ধোনি পাঁচটি আইপিএল শিরোপা জিতেছেন। আইপিএল জেতা সহজ নয়, কারণ এটি একটি কঠিন টুর্নামেন্ট। আইপিএল জেতা বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন কারণ এখানে ১৪টি ম্যাচ খেলে আপনাকে প্লে অফে যেতে হয়। বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পেতে মাত্র চার-পাঁচ ম্যাচ লাগে। অন্যদিকে আইপিএলে চ্যাম্পিয়ন হতে ১৭টি ম্যাচ লাগে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা