× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেকর্ডটাকে নতুন উচ্চতায় নিতে চান জোকোভিচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১২:৫৩ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১৩:১৪ পিএম

রেকর্ডটাকে নতুন উচ্চতায় নিতে চান জোকোভিচ

কদিন আগেই ৩৬-এ পা দিয়েছেন সার্বিয়ান কিংবদন্তি টেনিস তারকা নোভাক জোকোভিচ। অথচ এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে লড়েন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোর্টে গতির ঝড় তোলেন। রোলা গারোঁয় রবিবার তার এ অভিজ্ঞতার কাছেই ছেলেদের সিঙ্গেলে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে দিশাহারা হয়েছে নরওয়ের ২৪ বছর বয়সি টেনিস তারকা ক্যাসপার রুড। ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ সেটে জিতে উঁচিয়ে ধরেছেন রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্ল্যাম। মাইলফলক স্পর্শ করে জোকোভিচ জানিয়েছেন, এ রেকর্ডটাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান তিনি। আপাতত ভাবনায় নেই অবসরের কথা।

রাফায়েল নাদালকে ছাড়িয়ে যাওয়ার ম্যাচে তৃতীয় ফরাসি ওপেন জিতেছেন জোকো। এর আগে ২০১৬ ও ২০২১ সালে ফরাসি ওপেন জিতেছিলেন। এ ছাড়া বাকি গ্র্যান্ড স্ল্যামে মধ্যে তিনটি এসেছে ইউএস ওপেন থেকে। সাতটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন উইম্বলডনে। বাকি ১০টি গ্র্যান্ড স্ল্যাম এসেছে অস্ট্রেলিয়ান ওপেন থেকে। দারুণ এ কীর্তি গড়ে জোকোভিচ বলেন, ‘আমি খুবই সৌভাগ্যবান যে আমার জীবনে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছি। অবিশ্বাস্য! সাত বছর বয়সে স্বপ্ন দেখছিলাম, একদিন আমি উইম্বলডন জিতব এবং বিশ্বের ১ নম্বর হব। এখানে দাঁড়িয়ে আমি কৃতজ্ঞ এবং ধন্য।’

এরপর অবসর ইস্যুতে জোকোভিচ বলেন, ‘যাত্রা এখনও শেষ হয়নি। আমি যদি স্ল্যাম জিততে পারি তাহলে কেন এখনই আমাকে অবসর নিয়ে ভাবতে হবে। আমার ক্যারিয়ার ইতোমধ্যে ২০ বছর ধরে চলছে। আমি এখনও এ টুর্নামেন্টে সেরা টেনিস খেলতে অনুপ্রাণিত বোধ করি। আমাদের খেলার ইতিহাসে আমি সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম উঁচিয়ে ধরেছি। আমার নিজের ভাগ্য তৈরি করার ক্ষমতা আমার ছিল। আমি প্রত্যেক যুবককে বলতে চাই, যদি তুমি ভালো ভবিষ্যৎ চাও তাহলে নিজেই এটি তৈরি করতে পারো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা