× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিপুর চাওয়া মানসিকভাবে আরও বেশি শক্তিশালী হওয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ২২:৩৫ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ২২:৪২ পিএম

দিপুর চাওয়া মানসিকভাবে আরও বেশি শক্তিশালী হওয়া

জাতীয় দলে ডাক পেয়ে গতকাল প্রথমবারের মতো অনুশীলনে এসেছিলেন শাহাদাত হোসেন দিপু। অনুশীলন কাভার করতে আসা সব সাংবাদিকদের চোখ ছিল তার ওপরে। ঠান্ডা মাথার ক্রিকেটার হিসেবে পরিচিত দিপুর চোখেমুখে ছিল উচ্ছ্বাস।

আরও পড়ুন : সিটিকে হারাবে এমন দল দেখছেন না গুন্দোগান

অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে তার চাওয়ার কথা জানিয়ে যান। সেখানে বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে স্থির হতে মানসিকভাবে আরও বেশি শক্তিশালী হতে চান।

দলে ডাক পাওয়ার পর প্রথম অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে বেশ সাবলীলভাবে ছিলেন দিপু। বলেন, ‘আসলে আমি অনুভব করি, এখানে খেলার জন্য মানসিকভাবে আরও শক্তিশালী হওয়া দরকার।’ ‘এ’ দলের হয়ে সিলেটে খেলে এইচপি ক্যাম্পে যোগ দিতে প্রস্তুত হচ্ছিলেন দিপু। এর মাঝে ডাক আসে জাতীয় দলে। হুট করে ডাক পেয়ে চমকিত দিপুর ভাষ্য, ‘এ’ দলে খেলছিলাম। সেখানেই মনোযোগ ছিল। আমি জানতাম না কী হবে।’

দিপুর দিকে প্রশ্ন ছিল তার শক্তির জায়গা নিয়ে। বিষয়টি পরিষ্কার না করলেও ভালো খেলার প্রত্যয় তার মাঝে, ‘যেখানে খেলি ভালো করার চেষ্টা করব। আমি অনুভব করি, মানসিকভাবে শক্ত থাকতে হবে।’ জাতীয় দলে ডাক পেয়ে থমকে যেতে চান না। আরও বেশি উন্নতি চান। তাই ঘুরছে তার মাথায়, ‘সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমারও তাই। দিনকে দিন যাতে উন্নতি করতে পারি সেই চিন্তা করছি।’

জাতীয় দলে ডাক পাওয়ার আগে দিপুর প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ প্রশংসিত। এখন পর্যন্ত ২০ ম্যাচে ৩৬.১৪ গড়ে দুই সেঞ্চুরিতে এসেছে ১২৬৫ রান। দারুণ পরিসংখ্যান যুব বিশ্বকাপজয়ী দিপুকে সরাসরি জায়গা করে দিয়েছে টেস্ট দলে। অবশ্য তার আগেই শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়রা জাতীয় দলের জার্সিতে খেলেছেন। তা নিয়ে দিপুর মাঝে নেই কোনো আক্ষেপ, ‘ওইসব ব্যাপার নিয়ে আমি কোনোদিন চিন্তা করি নাই। চিন্তা করেছি, যখনই আমাকে ডাকবে খেলার জন্য প্রস্তুত থাকব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা