× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিটিকে হারাবে এমন দল দেখছেন না গুন্দোগান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ২১:১৬ পিএম

সিটিকে হারাবে এমন দল দেখছেন না গুন্দোগান

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। কারা হচ্ছে ইউরোপের সেরা ক্লাব, সমাধান হতে বাকি মাত্র চারদিন। মাঠের লড়াই শুরুর আগে অবশ্য জমে গেছে কথার লড়াই। ইন্টার মিলানের অধিনায়ক লৌতারো মার্তিনেজ একদিন আগে বলেছিলেন, তারাই জিতবে চ্যাম্পিয়ন্স লিগ। সেই কথার পাল্টায় রীতিমত হুমকি ছুড়েছেন ম্যানচেস্টার সিটির অধিনায়ক ইলকে গুন্দোগান, ‘বর্তমানে সিটিকে হারানোর মত দল দেখছি না।’

তুরস্কের ইস্তাম্বুলে আগামী ১০ জুনের ফাইনালে শক্তিমত্তা, পরিসংখ্যান কিংবা ধারাবাহিকতা বিবেচনা করে নিজেদের হাতেই দেখছেন শিরোপা। ইতালিয়ান জায়ান্টদেরও সহজে হারিয়ে দেওয়ার কথা বলেছেন সিটির অধিনায়ক। তার মতে, তাদের দলের অবিশ্বাস্য দক্ষতা আছে, সবার একটাই চাওয়া ‘চ্যাম্পিয়ন্স লিগ’।

উয়েফাকে দেওয়া সাক্ষাৎকারে গুন্দোগান বলেছেন, ‘আমাদের দলের দুর্দান্ত দক্ষতা রয়েছে। অসাধারণ সব খেলোয়াড় আছে। একজন বিস্ময়কর মানের কোচও আছেন, যিনি কৌশল বদলে বারবার আমাদের চ্যালেঞ্জ জানান, নতুন একটি স্তরে নিয়ে যান এবং সব সমস্যার সমাধানও করে দেন।’

বহুল আকাঙ্ক্ষিত সেই প্রশ্ন, কে জিতবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, সিটি না ইন্টার—এমন প্রশ্নে স্রেফ হুমকি ছুড়েছেন গুন্দোগান, ‘বর্তমান সময়ে আমাদের ক্লাবের মতো শক্তিশালী কাউকে দেখছি না। চ্যাম্পিয়ন্স লিগ জেতা ছাড়া অন্য কিছু ভাবছি না।’

সিটি ২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো খেলার টিকিট পেয়ে এখন পর্যন্ত সব সংস্করণে খেলেছে। এর আগে একবার ফাইনাল খেললেও কখনো ইউরোপসেরা হতে পারেনি। তিনবারের ইউরোপসেরা ইন্টার ২০১২ ও ২০১৮ সালে এ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, আর নকআউট পর্বে ফিরেছে গত মৌসুমে। পেপ গার্দিওলার দল সিটির সামনে রয়েছে আক্ষেপ ঘুচিয়ে ট্রেবল জেতার। মৌসুমের দ্বিতীয় শিরোপা জিততেও মুখিয়ে নেরাজ্জুরিদের কোচ সিমন ইনঘাজি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা