× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল-হিলালে যাবেন মেসি, ঘোষণা সপ্তাহের মাঝে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ২১:২৫ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ২১:৫০ পিএম

আল-হিলালে যাবেন মেসি, ঘোষণা সপ্তাহের মাঝে

অম্লমধুর, অর্থাৎ মিষ্টি প্রলেপ দেওয়া—কিন্তু ঝাঁঝালো, এই শব্দটির মতোই পিএসজিতে কেটেছে লিওনেল মেসির দুই বছর। স্পেন ছেড়ে ফ্রান্সে আসা আর্জেন্টাইন মহাতারকা আর থাকছেন না ফ্রেঞ্চ ডেরায়। চুক্তি বাড়িয়ে না নেওয়ায় নতুনের উদ্দেশ্যে পা বাড়াবেন পিএসজি ফরোয়ার্ড। ক্লেরমন্তের বিপক্ষে লিগ ওয়ানের যে ম্যাচটিতে মেসি ঘোষণা দিলেন ‘থাকছেন না’, তার ঠিক পরদিনই প্যারিসে এসে হাজির হয়েছেন আল-হিলালের ঊর্ধ্বতন কর্তা-ব্যক্তিরা।

এএফপি জানিয়েছে, চুক্তিটি এই সপ্তাহ পেরোনোর আগেই নাকি ঘোষণা হয়ে যাবে।

মেসির দলবদল নিয়ে নানা গুঞ্জন ছিল, এগিয়ে ছিল তিনটি নামও। ফরাসি বার্তা সংস্থা এএফপি আগেই ফাঁস করেছিল তথ্য, সৌদি আরবের ক্লাব আল-হিলাল আর্জেন্টাইন তারকাকে কিনতে বছরে ৪০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছিল তারা। সেই সূত্র এএফপিকে জানিয়েছিল, ‘এটা একটা বিশেষ চুক্তি। বিশাল অঙ্কের। আমরা এই চুক্তি নিয়ে এখনোই কোনো মন্তব্য করতে চাই না।’

এএফপির মতে, এক সপ্তাহ ফুরানোর আগেই মিলবে উত্তর

এবার বার্তা সংস্থাটি জানিয়েছে, আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি পাকাপোক্ত করতে প্যারিসে পা রেখেছেন আল-হিলালের কর্মকর্তারা। প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত এক সূত্র এএফপিকে বলেছে, ‘চুক্তির শেষ পর্যায়ে আছি। সবকিছু ঠিকঠাক থাকলে মেসি তার নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন এবং আল-হিলাল এটা সপ্তাহ শেষের আগেই ঘোষণা করবে।’

আরও পড়ুন: বেনজেমা এখন সৌদির আল ইত্তিহাদের

প্রতিবেদনে এএফপি জানিয়েছে, সৌদির প্রস্তাবে মেসির আনুষ্ঠানিক সম্মতি নিয়ে ফিরবেন আল-হিলালের প্রতিনিধিরা। চুক্তির বিষয়ে কথা বলতে তারা মেসির বাবা ও প্রতিনিধি হোর্হে মেসির সঙ্গেও সাক্ষাৎ করবেন। তবে মাসখানেক আগে জানা গিয়েছিল, আগামী মৌসুমে সৌদি আরবের ফুটবলে খেলার জন্য চুক্তি সেরে ফেলেছেন মেসি। এবার শোনা যাচ্ছে, ৬ জুন দুই পক্ষের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হবে। 

আসছে মাসেই শেষ হচ্ছে মেসির সঙ্গে পিএসজির চুক্তি। এরপর বিশ্বের যেকোনো ক্লাবে খেলার জন্য মুক্ত হয়ে যাবেন তিনি। তিনি কোথায় যাচ্ছেন, তা জানতে এখনও অপেক্ষা। তালিকায় কয়েকটি ক্লাবের সঙ্গে আছে সাবেক ক্লাব বার্সেলোনার নামও। ‘বর্ন উইনার’ মেসি জিততে ফিরবেন নাকি নিজেকে জেতাতে ফিরবেন, উত্তরের অপেক্ষা! এএফপির মতে, এক সপ্তাহ ফুরানোর আগেই মিলবে উত্তর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা