× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবল ছাড়লেন ইব্রাহিমোভিচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১০:৫০ এএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১৫:৩২ পিএম

ফুটবল ছাড়লেন ইব্রাহিমোভিচ

শত চেষ্টা করেও বয়স বেঁধে রাখতে পারলেন না ইব্রাহিমোভিচ। ধরে রাখতে পারলেন না ফিটনেস ও ফর্ম। তিন দিন আগেও বলেছিলেন আমি আর সবার মতো নয়, পুনরায় নিজেকে প্রস্তুত করব, চোট কাটিয়ে আবারও মাঠে ফিরব, নয়তো আমি কিসের সুপারম্যান? বিদায় বেলায় সেই সুপারম্যান বড্ড বেশি আবেগী। রবিবার রাতে সান সিরোর দর্শকদের সামনে ইব্রা বলে দিলেন, ‘ফুটবল ছেড়ে যাচ্ছি, আপনাদের নয়।’

চোট সঙ্গী করেই খেলার স্বপ্ন বুনছিলেন চার মাস পর ৪২ হতে চলা ইব্রা। তবে মিলানে তার মেয়াদ ফুরানোয় তাকে নিয়ে নতুন করে আগ্রহ দেখায়নি কেউ। তিনি তাই আর ক্যারিয়ার লম্বা করেননি, জানিয়ে দিয়েছেন অবসর। ম্যাচ শেষে ইব্রাকে মাঠে গার্ড অব অনার দিয়েছেন মিলানের খেলোয়াড় ও স্টাফরা।

অবসর নিয়ে ইব্রা জানান, ‘আমার পরিবারও জানত না। আমি চেয়েছিলাম আমার অবসরের খবরটা সবাই একসঙ্গে শুনুক। সাংবাদিকরা ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করলে কী বলবÑ এ আতঙ্কে থাকতাম এতদিন। এখন বলব, আমি প্রস্তুত। তবে দীর্ঘ ক্যারিয়ারের জন্য পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার দ্বিতীয় পরিবার, খেলোয়াড়দের। কোচ এবং স্টাফদেরও তাদের দায়িত্বের জন্য ধন্যবাদ, সুযোগ দেওয়ার জন্য ক্লাব পরিচালকদেরও। আর হৃদয় থেকে সবচেয়ে বড় ধন্যবাদ জানাই ভক্তদের।’

উল্লেখ্য, ১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে ক্লাব ফুটবলে পা রাখেন ইব্রা। এরপর নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবের হয়ে শেষ পর্যন্ত সমাপ্তি টানলেন এসি মিলানে। ফুটবলকে বিদায় বলার পর তার নামের পাশে শোভা পাচ্ছে ৯৮৮টি ম্যাচ, ৫৭৩টি গোল ও ৩২টি ট্রফি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা