× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসর নিয়ে ভাবতেই ভুলে গেছেন ইব্রাহিমোভিচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ২৩:২৩ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ২৩:২৬ পিএম

অবসর নিয়ে ভাবতেই ভুলে গেছেন ইব্রাহিমোভিচ

চার মাস পর ৪২-এ পা দেবেন। চোট সঙ্গী করে কেটে গেছে গোটা মৌসুম। আসছে মৌসুমে কোথায় ভিড়বেন, নিশ্চিত নয় সেটিও। এত কিছুর পরও অবসর নিয়ে কোনো ভাবান্তর নেই সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের। নিজেকে ভাবছেন সুপারম্যান হিসেবে। আর সে কারণেই হয়তো বুটজোড়া তোলার বয়সে এখনও নিজেকে প্রস্তুত করতে চান মাঠে ফেরার তাড়নায়।

আরও পড়ুন : জোকোভিচের যন্ত্র

চলতি মৌসুমে এসি মিলানের হয়ে মাত্র চারটি ম্যাচে মাঠে নেমেছেন ইব্রা। হেল্লাস ভেরোনার বিপক্ষে মৌসুমের ইতি টানছে তার দল। এটিই হতে পারে ইব্রার শেষ। যেখানে মাঠে না নামলেও ক্লাবকে বিদায় বলতে পারেন তিনি।

তবে ফুটবলকে যে এখনই বিদায় বলছেন না সেটি গাজেত্তা দেল্লো স্পোর্তকে নিশ্চিত করেছেন ইব্রা, ‘আমি বেশ ভালো আছি। আমি অনেক পরিশ্রম করেছি এবং নিজের ওপর অনেক জোর খাটিয়েছি। শুধু এ বছরই নয়, গত বছরও আমি তা করেছি। আমার মনে হয়, আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে। আমি এখনই হাল ছাড়ার কথা ভাবছি না। আপনি যদি জানেন, আপনার কী করতে হবে, কিন্তু সেটা যদি আপনি করতে না পারেন, তাহলে সেটা আপনাকে অশান্তিতে রাখবে। আমি নিজের জীবনে এখনও সঠিক ভারসাম্য খুঁজে পাইনি।’

নিজের মানসিক দৃঢ়তা নিয়ে ইব্রা বলেন, ‘মানসিকভাবে আমি খুবই শক্তিশালী। আমার নিজেকে সুপারম্যান বলে মনে হয়, কিন্তু আমার আরও ভারসাম্য প্রয়োজন। জীবনে আমার ভারসাম্য তৈরি করা প্রয়োজন। ভারসাম্য এবং স্থিরতা ছাড়া সব ওলটপালট হয়ে যেতে পারে।’

মিলানকে বিদায় জানানোর ব্যাপারে ইব্রা বলেন, ‘মিলান আমার ঘর। কিন্তু নিজের চুক্তি সম্পর্কে আমি কিছুই জানি না। এটা জানা আমার জন্য যথেষ্ট যে আমি মিলানের একজন খেলোয়াড়। তাহলে আমি বুঝতে পারব যে আমাকে কী করতে হবে। এ ছাড়া আর কিছুই আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে যা গুরুত্বপূর্ণ, তা হলো মাঠে ফিরে আসা। নয়তো আনন্দটা হারিয়ে যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা