× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশায় আছেন আশরাফুল

আপন তারিক

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ০৯:২৯ এএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ১৩:০৯ পিএম

আশায় আছেন আশরাফুল

জ্যৈষ্ঠের প্রচণ্ড গরমের দুপুরে তার কথায় যেন স্বস্তির পরশ! খুশিতে রীতিমতো উচ্ছ্বসিত তিনি। এমন একটা কথাই যেন শুনতে চেয়েছিলেন। যদিও খবরটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সরাসরি শোনেন নি। একটি নিউজ চ্যানেলে দেখেছেন। আর এই খবরটাই মোহাম্মদ আশরাফুলকে চনমনে করে দিয়েছে!

আরও পড়ুন : মানবতার টানে সিঙ্গাপুরে রোনালদো

মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে ১ জুন ঢাকায় ফিরেছেন তিনি। শেষ করে এসেছেন লেভেল থ্রি কোচিং কোর্স! বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তার নতুন মিশনে নিজেকে কোচ হিসেবেই দেখতে চাইছেন। তার সেই স্বপ্নটা পূরণ হয়ে যেতে পারে সহসাই! তেমন একটা ইঙ্গিতেই আশরাফুলের মুখে হাসি। আশরাফুল প্রতিদিনের বাংলাদেশকে বলছিলেন, ‘টেলিভিশনের নিউজে দেখছিলাম আমাকে নিয়ে আকরাম (খান) ভাইয়ের একটি মন্তব্য। আমাকে কোচ করার ব্যাপারে ভাবছে বিসিবি।’

আকরাম খানের ইঙ্গিত- বাংলাদেশের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেতে পারেন আশরাফুল। আকরাম যেমনটা বলছিলেন, ‌‘আমি ব্যক্তিগতভাবে কাউকে ক্রিকেট আইকন ভাবলে সেটা কিন্তু আশরাফুল। ও অনেক জনপ্রিয় ছিল, আমি জেনেছি লেভেল থ্রি কোচিং করেছে। এ অবস্থায় আশরাফুলকে দেশের ক্রিকেটে যুক্ত করতে পারলে সেটি অনেক ভালো হবে। ওর মতো একজন ক্রিকেটার যদি কোচিংয়ে আসে, তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো।’ এইচপির প্রধান কোচ হিসেবে ডেভিড হেম্পকে নিয়োগ দিয়েছে বিসিবি। সেই কোচিং প্যানেলেই যুক্ত হতে পারেন আশরাফুল।

এ নিয়ে আশরাফুলকে সরাসরি কেউ কিছু বলেননি। ব্যাপারটা রোমাঞ্চিত করছে আশরাফুলকে, ‘অবশ্যই এটা আমার জন্য খুশির খবর। তবে আগে প্রস্তাব আসুক, তারপর এটা নিয়ে ভাবব।’ যদিও জাতীয় লিগ খেলার পরিকল্পনা আছে তার। এখনই ব্যাট তুলে রাখছেন না আশরাফুল, ‘আমি প্রিমিয়ার লিগ থেকে বিদায় নিয়েছি। তবে জাতীয় লিগে খেলার পরিকল্পনা আছে এই মৌসুমেও। সেখানে ১০ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে আমি। এটা পূর্ণ করতে চাই।’- বলছিলেন ১৮৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৯১৯২ রান করা আশরাফুল।

তাই বলে সুযোগ এলে সেটি এখন নেবেন না- এমনটা নয়। ৩৮ বছর বয়সি আশরাফুল আরও বলছিলেন, ‘বিসিবি থেকে প্রস্তাব এলে অবশ্যই ইতিবাচকভাবে দেখব। কারণ, এখন আমি ফ্রি আছি। খেলা নেই, হাতেও কাজ নেই। আর সবচেয়ে বড় কথা লেভেল থ্রি কোচিং কোর্সটা করেই তো এসেছি কোচ হয়ে অভিজ্ঞতা শেয়ার করব বলে! যেহেতু এইচপির প্রোগ্রাম আসছে- ডাক পেলে অবশ্যই ব্যাপারটা পজিটিভ থেকেই দেখব।’

আবুধাবিতে লেভেল থ্রি কোর্সের অভিজ্ঞতা নিয়ে সামনে কাজে লাগবে আশরাফুলের, ‘সেখানে কোর্স করার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। একটা জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতা যারা রাখে তারাই লেভেল থ্রি কোর্স করে। হেড কোচ হতে হলে ম্যান ম্যানেজমেন্ট, গেমস সিচুয়েশন, গেম প্ল্যান, টেকনিক সবকিছুই তো লেভেল ওয়ানে শেখায়। থ্রি মানে আসলে আপনি পরিপূর্ণ হওয়া। এটার জন্যই গিয়েছিলাম। আমি এই কাজের ফিফটি পার্সেন্ট সেরে এসেছি। বাকিটা এখন সারব। আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এটা শেষ করে পাঠালে আইসিসি আমাকে সার্টিফিকেট দেবে।’

যেকোনো একজন ক্রিকেটারকে নিয়ে কাজ করাটাই আশরাফুলের অ্যাসাইনমেন্ট। হয়তো কোনো একজন ক্রিকেটারের ব্যাট লিফট নিয়ে কিংবা ক্যাচ ধরা এসব ছোট ছোট কিছু বিষয়ে কাজ করে ওদের ফুটেজ পাঠাতে হবে। ছোটখাটো টিউনিং নিয়েই তিন মাসের প্রোগ্রাম শেষেই অফিসিয়ালি লেভেল থ্রি কোচ বনে যাবেন আশরাফুল। তবে এখনই কোচ হওয়ার পথে এই অ্যাসাইনমেন্ট কোনো প্রতিবন্ধকতা হবে না। এখনই কোচ বনে যাওয়ার যোগ্যতাটাও অর্জন হয়ে গেছে!

কোচিংয়ের সুযোগ এলে পরিণত ক্রিকেটারদের সঙ্গে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন আশরাফুল। বলছিলেন, ‘আমার জন্য এলিট ক্রিকেটারদের সঙ্গে কাজ করলে হয়তো বেশি উপভোগ করব। বাচ্চাদের সঙ্গে হয়তো তেমন উপভোগ করব না। আমি মাত্র খেলা ছাড়ছি, আমার অভিজ্ঞতাটা এলিট ক্রিকেটারদের সঙ্গে বেশি করে শেয়ার করতে পারব। যেটা বাচ্চাদের জন্য তেমন উপকারে আসবে না। কোচিং অনেক ধৈর্যের বিষয়। ছোটদের নিয়ে কাজ করার আগে আরেকটু পরিণত হতে হবে আমাকে।’

এই লেভেল কোর্স করার পথে বড় ভূমিকা ছিল অগ্রজ ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলের। যিনি এখন আইসিসির মাস্টার এডুকেটর কোচ লেভেল টু শেষ করা কোচ। লেভেল থ্রি কোর্সে বাংলাদেশের এই কিংবদন্তিও ছিলেন প্রশিক্ষক। আবুধাবিতে দিন সাতেকের সেই কোর্সের অভিজ্ঞতা নিয়ে আশরাফুল বলছিলেন, ‘বুলবুল ভাই ছাড়াও লেভেল কোর্সে প্রশিক্ষক হিসেবে আরও ছিলেন রস টার্নার, অ্যালিস্টার ক্যাম্পবেল, ইকবাল সিকান্দার। সবাই আমাকে দেখে রীতিমতো রোমাঞ্চিত। ওরা মনে করেন আমি ইনশাআল্লাহ কোচ হিসেবে অনেক ভালো করব। কোচিং ব্যাপারটা হলো অভিজ্ঞতা শেয়ার করা। আপনি যেভাবে সফল হয়েছেন কিংবা কী কারণে ব্যর্থ হয়েছেন, সেটা অনুজদের সঙ্গে তুলে ধরা। যে জায়গায় কাজ করছেন সেটা সেখানে ঠিকঠাক মতো তুলে ধরতে পারেন, তবে সাফল্য আসবে। ওরা এটাই বললেন।’

এই কাজটাই করতে প্রস্তুত আশরাফুল। বিসিবি থেকে যখনই ডাক আসবে নিজেকে উজাড় করে দেবেন ৬১ টেস্ট, ১৭৭ ওয়ানডে খেলা এই ব্যাটার। আবুধাবিতে সপ্তাহ খানেকের কোর্সে এটিও জেনেছেন তার খেলোয়াড়ি জীবনের সব অভিজ্ঞতাই এবার কাজে লাগবে। তিনি সাফল্যের চূড়া দেখেছেন। আবার ব্যর্থতার অন্ধকার গলিতেও হেঁটেছেন; কোচ হিসেবে এই অভিজ্ঞতাই তাকে অন্যদের চেয়ে আলাদা করে দেবে! সেই বিশ্বাস নিয়েই আশায় আছেন আশরাফুল!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা