× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিশোধ নেওয়ার সঠিক সময় এটিই: আকরাম খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১৯:৪০ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ২০:২২ পিএম

প্রতিশোধ নেওয়ার সঠিক সময় এটিই: আকরাম খান

ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, প্রবাদটি বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে খুব একটা ভুল নয়। ওয়ানডেতে ঠিকঠাক হলেও টেস্টে এখনও খাবি খেতে হয় বাংলাদেশকে। প্রতিপক্ষ যদি হয় আফগানিস্তান, তাহলে যেন শাপে বর করে। সবশেষ ২০১৯ সালেও নিজেদের মাটিতে আফগানদের বিপক্ষে হারের দগদগে স্মৃতি রয়েছে বাংলাদেশের। এবার আবার সেই আফগানদের মুখোমুখি হওয়ার অপেক্ষায় বাংলাদেশ দল। আগামী ১৪ জুন মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুদল। তার আগে ইতোমধ্যেই প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। শনিবার সেটি নিয়েই কথা বলেছেন বিসিবির পরিচালক আকরাম খান।

ওয়ানডে ও টি-টোয়েন্টি রাঙানোর পর ঘরের মাটিতে টেস্ট জয়ের স্বপ্ন বাংলাদেশের। সম্প্রতি দারুণ ছন্দে আছে বাংলাদেশ দল। অন্যদিকে বরাবরই স্পিন বোলিংয়ে শক্তিশালী আফগানরা। সে কারণেই প্রশ্ন ছিল মিরপুরের উইকেট নিয়ে। আকরাম খানের মতে, ‘উইকেট আসলে টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। নরমালি যে ধরনের উইকেট থাকে সে ধরনের উইকেটই আমরা দিয়ে থাকি। তো আমাদের উইকেটে কিন্তু আমাদের ক্রিকেটারদের ভালো খেলার কথা যেহেতু আমাদের ক্রিকেটাররাই বেশি খেলেছে এখানে। সে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর রশিদ খান অবশ্যই ভালো বোলার এবং সে কিন্তু টি-টোয়েন্টিতে ভালো করে। ওয়ানডে ও টেস্টে কিন্তু ওরকম আহামরি পারফরম্যান্স নেই। টি-টোয়েন্টিতে প্রত্যেকটা বল রানের জন্য খেলতে হয়, সুযোগ নিতে হয়। তো আপনি যদি সতর্কতার সঙ্গে খেলেন, অত কষ্ট হবে না।

আফগানদের বিপক্ষে আগের টেস্টে ২২৪ রানে হারতে হয়েছিল বাংলাদেশকে। এবার তাই প্রতিশোধ নিতে চান আকরাম খান, ‘আমরা যে টেস্টটা হেরেছি, আমরাও কিন্তু ওদের মতো ভালো খেলছিলাম। কিন্তু একটা ঘণ্টা আমরা খারাপ খেলায় ওই টেস্টটা হেরে যাই। আমি যেটা শুরুতে বলেছি, আপনাকে ভালো খেলতেই হবে। যে দলের বিপক্ষেই খেলেন না কেন। অবশ্যই ওদের স্পিনাররা ভালো। তবে আমাদের ব্যাটসম্যানও আছে ভালো। আমার মনে হয় দায়িত্ব নিয়ে খেললে আমরা ভালো করব।’ 

তিনি আরও বলেন, ‘এটা একটা সুযোগ। যেহেতু বাংলাদেশে আমরা ওদের বিপক্ষে হেরেছি, এখনই সঠিক সময় ওই ম্যাচের প্রতিশোধ নেওয়ার। যেভাবে আমরা খেলছি, যে অবস্থায় আছে পুরো দল। ওই সময় কিন্তু আমাদের এত ভালো ফাস্ট বোলার ছিল না। এখন কিন্তু আমাদের ফাস্ট বোলিং ইউনিট অনেক ভালো করছে। তো আশা করছি এবার ভালো করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা